অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কিছুদিন আগে পর্যন্তও বর্ষার আগমনের দিকে তাকিয়েছিল গোটা দেশ । আর এখন নজর বর্ষা বিদায়ের দিকে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে  উত্তরবঙ্গে শনিবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত গত কয়েকদিন ধরে বর্ষা বিদায় রেখা এক জায়গায় থমকে। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব আসামে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । 


দক্ষিণবঙ্গে শনিবার সারাদিন আংশিক মেঘলা আকাশই থাকবে । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। কালিম্পঙে টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তাবাজারের চিত্রে এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে। বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল। দার্জিলিং-কালিম্পং রোডে তিস্তা ব্রিজের ওপর দিয়ে জল বইছে। ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বন্ধ, বিপর্যস্ত জনজীবন।  উত্তরবঙ্গে শনিবার সারাদিন ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ভিজবে বিক্ষিপ্ত বৃষ্টিতে।  মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সেই সঙ্গে আবহাওয়া দফতর সতর্কতা, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামা চলতে পারে। 


অন্যদিকে  কলকাতায় ক্রমেই  আবহাওয়ার উন্নতি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।  আকাশ আংশিক মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।


শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে হয়েছে  ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৩ মিলিমিটার।  


পুজোয় কি অসুর হতে পারে বৃষ্টি? 


আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে পুজোর কলকাতা।  ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ' অক্টোবর মাসের ৫-৯ lতারিখে, দক্ষিণ বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। '   


আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।