সত্যজিৎ বৈদ্য, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ (Depression)। আজই তা পরিণত হবে গভীর নিম্নচাপে। সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা। কলকাতায় (Kolkata) সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি (Rain)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
সপ্তাহান্তে ভারী বৃষ্টির ভ্রুকুটির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও ভ্রুকুটি নতুন নিম্নচাপের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। রবিবারই তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশার দিকে।
আরও পড়ুন, মন খারাপ অনুব্রতের, সিবিআই হেফাজতে গুম মেরে রয়েছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দিনভর বৃষ্টি হতে পারে কলকাতায়। সোমবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কিছুটা বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে থাকবে।
উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মূলত চার জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে।