সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত বৃহস্পতিবার সন্ধে থেকেই কেটেছে মেঘের ঘনঘটা। পুজোর আগে নীল আকাশের দেখা মিলেছে অবশেষে। আবহাওয়া দফতর থেকেও জানা গিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়া আর শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বৃষ্টি থেকে রেহাই মিলবে কি ? পুজোর সময় কি দেখা যাবে মেঘমুক্ত আকাশ? ছাতার সঙ্গ ছাড়াই কি করা যাবে মণ্ডপ দর্শন? এটাই বোধ হয় এখন বাংলার মানুষের মনে সবথেকে বড় প্রশ্ন। তবে সবটাই নির্ভর করছে মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্তের হালচালের উপর। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) মায়ানমার উপকূলে তৈরি হবে ঘূনাবর্ত। এই ঘূর্ণাবর্ত কোন দিকে যায় এবং কতটা শক্তি বাড়ায় তার উপর নির্ভর করছে পুজোর মুখে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।
পুজোয় বৃষ্টি ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশই থাকবে । তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকছে, তাই ঘামের অস্বস্তি থেকে রেহাই মিলছে না আপাতত। তবে গরমে অভ্যস্ত বাঙালি আপাতত চাইছে, পুজোয় মেঘমুক্ত আকাশ।
উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ভারী দুর্যোগের পর পর্যটকদের আহ্বান জানাতে দু-হাত বাড়িয়েছে ঝলমলে রোদেলা পাহাড়।
মহানগরের আবহাওয়ার হাল-হকিকত
কলকাতায় মূলত পরিষ্কার আকাশই বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
কলকাতার আবহাওয়ার আগামী ৭ দিন
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
09-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky | |
10-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky | |
11-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky | |
12-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky | |
13-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky | |
14-Oct | 26.0 | 33.0 |
Partly cloudy sky
|
আরও পড়ুন : রোদ উঠলেও মেঘ থাকবে, পুজোর আগে বৃষ্টি নিয়ে কী বার্তা হাওয়া অফিসের ?