কলকাতা: মে মাসের দ্বিতীয় সপ্তাহে একটানা বৃষ্টি একলাফে নেমেছিল পারদ। শহরের কালো পিচের রাস্তায় জল থইথই। জানলায় ঝোড়ো হাওয়ার ঝাপটা। অফিস ফেরত বাঙালির মনটা ফুরফুরে ছিল। এমাসে বিদ্যুতের বিলটা কম আসবে। এসি ছাড়াই ঘুম দেওয়া যাবে জমিয়ে। কিন্তু আশা ভঙ্গ। সুখ আর কতদিন। ক্ষণিকেই সব স্বস্তি শুষে উধাও ! ফের কবে দেখা দেবেন বরুণদেব ? অপেক্ষায় যখন সবাই, তখনই পূর্বাভাসে সুখবর নিয়ে এল হাওয়া অফিস (Weather Office)। 


কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


এদিন বিকেলে, সাংবাদিক সম্মেলনে, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক, ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ পশ্চিমের জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে একঢালা যায় না জীবন। এরপরেই প্রকৃত প্রসন্ন হবে। হাওয়া অফিস জানিয়েছে,২০ মে পঞ্চম দফার ভোট বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সেদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।১৯ মে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন দক্ষিণের পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতা এই বৃষ্টি পাবে না।


কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?


১৯ তারিখ মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১৯ তারিখ উত্তরের ওপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০ মে  মালদা এবং উত্তর দিনাজপুর বাদে রাজ্যের সমস্ত জেলায় উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।২১ এবং ২২ মে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে।   সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর ২৩ এবং ২৪ তারিখ রাজ্যের সব জেলায় হালকা বা মৃদু বৃষ্টির পূর্বাভাস।


ঘূর্ণিঝড়


অপরদিকে, হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে ২২ তারিখ নিম্নচাপ বলয় তৈরি হবে বলে পূর্বভাস। প্রথমে উত্তর পূর্বমুখী গতি। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করবে। ক্রমশ এটির শক্তি বাড়বে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ।


আরও পড়ুন, 'জানলা খুলতেই..', কাকে দেখেছিলেন সেই রাতে মাম্পি ? কী হয়েছিল প্রকৃতই সন্দেশখালিতে ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।