Weather Update: ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ থেকে টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস ! এই জেলাগুলিতে সতর্কতা জারি করল IMD..
West Bengal Weather Update: সোম-মঙ্গল-বুধ-বৃহস্পতি হলুদ ও কমলা সতর্কতা এই জেলাগুলিতে, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে

কলকাতা: গত কয়েকদিনে জ্বালা ধরানো গরমের পর সম্প্রতি আবহাওয়ায় সামান্য কিছু পরিবর্তন এসেছে। পূর্বাভাস মিলিয়েই দমকা হাওয়া ও বৃষ্টি পেয়েছে কিছু কিছু জেলা। তবে আজ থেকে টানা ২২ মে অবধি দুর্যোগের আশঙ্কা। ইতিমধ্যেই একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে IMD.
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সোমবার প্রতিঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। মূলত মালদা, দুই দিনাজপুর, দার্জিলিংয়ের উপর দিয়ে। পাশাপাশি কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন ঝড় ও ব্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল ২০ মে তারিখেও রয়েছে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। তবে অতি ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়িতে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। ২১ ও ২২ তারিখেও টানা প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
অপরদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় এদিন তাপমাত্রা ২৬ থেকে ৩৫ ডিগ্রি রয়েছে। সন্ধ্যার পর থেকে আংশিক মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এশহরেরও। এদিন হলুদ সতর্কতা জারি করা হলেও আগামীকাল নেই তেমন কোনও সতর্কতা। তবে ২১ মে ও ২২ মে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ওই দিনগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা।
দুর্যোগের সময় কী করবেন ?
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
তবে বাজ পড়লে, সেই সময় কোনও ইলেকট্রিক পোল বা গাছের তলায় আশ্রয় নেবেন না।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস। পশ্চিমের পাঁচ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। গরমও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া। ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।






















