কলকাতা: স্বাধীনতা দিবসের সকাল থেকেই এদিন ভ্যাপসা গরম ছিল। আকাশ আংশিক মেঘলা দক্ষিণবঙ্গে। আর এমনই এক পরিস্থিতিতে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Office)।কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই ঝেপে বৃষ্টি নামবে বলে সম্ভাবনা কথা জানানো হয়েছে।
একদিকে জোড়া ঘূর্ণিবর্ত, সঙ্গে মৌসুমী অক্ষরেখা। দুইয়ে মিলিয়ে বঙ্গে বৃষ্টি-যোগ। তবে চিন্তা নেই, স্বাধীনতা দিবসের সেলিব্রেশন পণ্ড হওয়ার আশঙ্কা সেভাবে নেই। রাজ্যের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফিরোজপুর-রোহতাক-মিরট-গোরখপুর-পাটনা থেকে কোচবিহার হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত। এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্য একটি ঘূনাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। আর তার জেরে উত্তরবঙ্গে আরও দুই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
স্বাধীনতা দিবসে বঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১৭ আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। রবিবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।এদিকে, স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন, 'কোনও রাজনৈতিক দলের দায়িত্বে কেন একটা পরিবার ?', প্রশ্ন মোদির
পাশাপাশি কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ।