সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের মে মাসে ঘূর্ণিঝড়ের (Cyclone) পূর্বাভাস। আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কাল তা নিম্নচাপে (Depression) পরিণত হবে। গত কয়েক বছরে মে মাসে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। এবার ধেয়ে আসছে মোকা।                                  


মোকার অবস্থান 


ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোকা-র (Mocha) পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। 


অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।


তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মৎস্যজীবীদের এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।                                


এদিকে, দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে।                                                                                                         


আরও পড়ুন, রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?