অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহর কলকাতা থেকে রাজ্যের অন্য জেলায় পুজোর মুখে ফের বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন, উত্তরবঙ্গও ভারী বৃষ্টিতে ভিজবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। (West Bengal Weather Updates)
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কাল নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Kolkata Weather Updates)
এমন পরিস্থিতিতে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়েও। পুজোর পরই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।এমনিতেই বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্র এবং শনিতে এই বৃষ্টি বাড়তে পারে। আকাশও মেঘলা থাকতে পারে শনিবার পর্যন্ত। পরবর্তী সপ্তাহে পরিস্থিতি কেমন থাকে, সেদিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর মুখে নিম্নচাপ এবং ভারী বৃষ্টি চিন্তা বাড়িয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কয়েক পশলাও। শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুতের প্রকোপও থাকবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির তিন জেলাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত, হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাতে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ক্রমে কর্মে অবস্থার উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে ওই দিন থেকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও, পুজো চলাকালীন বিক্ষিপ্ত ভাবেই দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় ভারী বা একনাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।