West Bengal Weather News: ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসে চাপা পড়ে প্রাণ গেল ২ শিশুর, দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে
West Bengal Weather Updates: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে।

হিন্দোল দে, সনৎ ঝা, কলকাতা: পুজো মিটলেও দুর্যোগ এখনও মাথার উপর। রাতভর বৃষ্টি, বজ্রপাতের সাক্ষী হয়েছে শহর কলকাতা। রবিবার সকাল থেকেও আকাশ মেঘলা। আজও কলকাতায় বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও। সেখানে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। ধস নেমেছে জায়গায় জায়গায়। (West Bengal Weather News)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাতভর বিবৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আজ কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। তাহলে কি বৃষ্টিতে পণ্ড হবে কার্নিভাল? তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটানা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে। ৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। (West Bengal Weather Updates)
কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গে দাপট কমলেও, আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোচবিহার, ২ দিনাজপুর, মালদাতেও চলতে পারে ভারী বৃষ্টি। সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা। বৃষ্টি হবে ৬ তারিখও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে।
তবে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। জায়গায় জায়গায় ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। সিকিম, দার্জিলিং, মিরিক, শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগ এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পুজোয় বেড়াতে গিয়ে আটকে গিয়েছেন অনেকে। সিকিম যাওয়ার পথে দুধিয়া সেতুটি ভেঙে গিয়েছে আজ সকালেই। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। শিলিগুড়ি-দার্জিলিং মূল রাস্তা ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ।
তিস্তা বাজার সংলগ্ন এলাকা পুরোপুরি জলমগ্ন। চিত্রা ও শ্বেতিঝোরার মাঝে বহু জায়গায় ধস নেমেছে। রোহিনীর রাস্তার বড় অংশ ধসে গিয়েছে। মহানন্দা নদীর পাশে ভেসে গিয়েছে বাঁধ। ধসের জেরে কার্যত বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন এই মুহূর্তে।ধস সারিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসন। কিন্তু বৃষ্টিতে সেই কাজে বিঘ্ন ঘটছে। অতিরিক্ত বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা বাজার ও রবিঝোরায় কার্যত রাস্তায় উঠে এসেছে নদী।






















