অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) এবং উন্নয়ন খাতে বরাদ্দ টাকা তছরুপের অভিযোগ। কাঠগড়ায় স্কুলেরই প্রধান শিক্ষিক। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নকুড়সেনী বিবেকানন্দ বিদ্যাভবনের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিডিওর কাছে।


টাকা তছরুপের অভিযোগ: অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন সমিতিকে না জানিয়ে মিড ডে মিল ও উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা খরচ করেছেন। পরিচালন কমিটির সভাপতি সুকুমার গিরির অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর কোনও হিসেব পরিচালন কমিটিতে দিচ্ছেন না। যে সমস্ত হিসেব দিয়েছেন সেই হিসেবে কোনও মিল নেই। বিভিন্ন সময় হিসেব চাওয়া হলেও তা দেননি বলে অভিযোগ। গত বছর ডিসেম্বর মাসে এনিয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি। মৌখিক অভিযোগ জানালেন বেলদা থানায়।


সুকুমার গিরি বলেন, প্রধান শিক্ষক স্কুলে নিয়মিত আসেন না। স্কুলের সৌন্দর্যায়নের জন্য বরাদ্দ ৬ লক্ষ ১০ হাজার টাকার মধ্যে  ৪ লক্ষ ৬১ হাজার টাকার হিসেব দিলেও বাকি টাকার হিসেব দেননি। প্রধান শিক্ষকের কাছে হিসেব চাইলে তিনি দেখাতে বাধ্য নন বলে জানিয়ে দেন। স্কুলের মিড ডে মিলের ৯ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে তুললেও সেই টাকার হিসেব না দেখিয়ে স্কুলের উপর দেনার দায় চাপিয়েছেন।  যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সত্যজিৎ কর। তিনি বলেন, "অভিযোগ যে কেউ করতে পারে। তদন্ত চলছে যা যা প্রয়োজনীয় তথ্য আমি জমা দিয়েছি। অভিযোগ করলে হবে না। অভিযোগ প্রমাণ করতে হবে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্ত মিথ্যে। তদন্ত হচ্ছে। অসুবিধে নেই।''


নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়ই বলেন বিডিওর কাছে একটা লিখিত অভিযোগ জমা পড়েছে। মিড ডে মিলের যিনি দায়িত্বে আছেন তাঁকে ঘটনার তদন্তে পাঠিয়েছিলাম। প্রধান শিক্ষক যদি দোষী হন তাহলে আইন আছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক গৌতম হালদার। তিনি বলেন, "বিষয়টি আমার কাছে এখনও লিখিতভাবে জমা পড়েনি অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Madhyamik 2024: আগামীকাল থেকে শুরু মাধ্যমিক, একগুচ্ছ নির্দেশিকা জারি পর্ষদের