পুরুলিয়া: পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা। 


পশ্চিম মেদিনীপুরের কুড়মি সমাজের অবরোধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। গতকাল, খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। আজ সকাল ৬টা থেকে খেমাশুলি স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী কুড়মি সমাজ। 


পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলছে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা। আদ্রা স্টেশনে বেশকিছু ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুর্মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।


প্রসঙ্গত, ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।


বাতিল হয়েছে



  • হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 

  • হাওড়া তিতলাগড় এক্সপ্রেস 

  • হাওড়া কাটানগর স্টিল এক্সপ্রেস 

  • হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস

  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল 

  • খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল

  • খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল 

  • হাওড়া-ঘাটশিলা মেমু স্পেশাল 

  • ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল 

  • ঝাড়গ্রাম-ধানবাদ মেমু স্পেশাল 

  • রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস 


যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, 



  • হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস

  • পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস

  • ও সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের। 


আন্দোলনের রেশ রেলপথে দীর্ঘ সময় রেল অবরোধ চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের দ্বিতীয় দিনে এই ছবি ফিরলপুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। কুড়মি সম্প্রদায়ের বাসিন্দাদের, তপশিলি উপজাতিদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুড়মালি ভাষার স্বীকৃতির দাবিতে রেল ও পথ অবরোধে নেমেছে আদিবাসী কুড়মি সমাজ। কুস্তাউর, পুরুলিয়া কুড়মি আন্দোলনে স্তব্ধ রেলপথ!


খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে কুড়মিদের রেল অবরোধে ভোগান্তির শিকার হন যাত্রীরা! কুড়মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায়, বাঁকুড়াতেও দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে, রেল সূত্রের খবর, কুড়মিদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে,হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 



  • হাওড়া তিতলাগড় এক্সপ্রেস 

  • হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 

  • হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস

  • এছাড়াও, বাতিল হয়েছে,

  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল 

  • হাওড়া-ঘাটশিলা মেমু স্পেশাল 


ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশালের মতো ট্রেনগুলি। এছাড়াও, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।গতবছর, ২০ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিন, আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এবারও কুড়মি আন্দোলনের প্রেক্ষাপটে, দুর্ভোগের সেই ছবি ফেরার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।