সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্তের (cyclone forecast) জেরে ফের বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া, পূর্বাভাস আবহাওয়াবিদদের (Weather Department) । মঙ্গলবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। বুধবার সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করতে পারে। সেক্ষেত্রে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার মতিগতি বদলাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather), এমনই ধারণা আবহাওয়াবিদদের।
আর যা...
আপাতত যা জানা যাচ্ছে, তাতে এই ঘূর্ণাবর্ত ওড়িশা-অভিমুখী হবে বলেই ধারণা। কিন্তু তার জেরে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকার কথা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি এবং তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে রবিবারের মধ্যে আরও টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত, বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল ও ওড়িশা-সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ও পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
নির্দিষ্ট করে কলকাতার কথা বলতে গেলে, আপাতত আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। দিন ও রাতে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। কমেছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ার কথা মহানগরে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে টানা বৃষ্টি হতে পারে মহানগরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৪ শতাংশ।
এহেন আবহাওয়ায় দাপট বাড়ছে ডেঙ্গির। বিশেষ খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার ৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা জেলায় গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল মিলিয়ে হাজারেরও বেশি বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। মোট সংখ্যাটা ১৩০৫ জন। আর এই বছর হিসেব করলে, এখনও পর্যন্ত গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৫২৫৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে শহরাঞ্চলে আক্রান্তের সংখ্যা ৩১০৩। অন্যদিকে গ্রামাঞ্চলে ২১৫৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
কেমন রয়েছে উত্তরবঙ্গ?
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।