কলকাতা: শুক্রবার রাজ্যের আর্থিক বাজেট ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাজেট অধিবেশনের পরই কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়। কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য।'' কিন্তু পালটা সুর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, ''রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা। ৯০ হাজার কোটির গল্প শোনাচ্ছেন, কেন কেন্দ্র দেবে, তার উল্লেখ নেই। আমফানের সময় পুলিশ অবস্থা সামাল দিতে পারেনি। সেনা নামিয়ে অবস্থা সামাল দিতে হয়। এখন বলছেন কেন্দ্র কোনও সাহায্য করেনি। আমফানের পর টাকা দিয়েছিল কেন্দ্র।''
এদিন আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান ওঠে বিজেপির। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন, ''এই বাজেটে কোনও দিশা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, জমি নীতি নেই। নতুন শিল্প স্থাপনের উল্লেখ নেই। সরকারির ভুল-ত্রুটি ধরানোর কাজই বিরোধীদের। ভোট নেই, তাই বাজেটে কোনও প্রতিশ্রুতি নেই। সুযোগ থাকলে তথ্য দিয়ে বিজেপি বোঝাবে এই বাজেট শুধু রাজনৈতিক বাজেট''
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সম্পর্কে শুভেন্দু বলেন, ''বার্ধক্য ভাতা নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতায় ৮০০ টাকা দেয় কেন্দ্র, রাজ্য দেয় ২০০ টাকা। উত্তরপ্রদেশে ৩ কোটি মানুষ এই ভাতা পান। অথচ মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ছাড়া এই ভাতা কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২৫ হাজার টাকায় বাড়ি। প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা উল্লেখ না করে রাজ্যের প্রকল্প বলে উল্লেখ। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনাকে খাদ্যসাথী প্রকল্প বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।''
এদিন বাজেটের পর মমতা বন্দ্যোপাধ্য়া বলেছিলেন, ''অখিলেশকে জোর করে হারানো হয়েছে’, ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।'' বিজেপি নেতার জবাব, ''২০২১ সালে বিধানসভা ভোটের সময় ইভিএম মেশিন ভাল ছিল। কিন্তু এখন উত্তরপ্রদেশে যেই হেরে গিয়েছে, তাই ওখানে ইভিএম খারাপ হয়ে গিয়েছে। আগে পুরভোটে সিসিটিভির ফরেন্সিক হোক।''