অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ইউরোলজিক্যাল সুপার স্পেশালিটির (Urological Super Specialty) পরিকাঠামো ছাড়াই অসাধ্য সাধন চিকিৎসকদের। অকেজো কিডনির (Kidney) জটিল অস্ত্রোপচার করে সফল হল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital)। এই সাফল্যের আত্মবিশ্বাসে আগামীদিনে আলাদা ক্লিনিক করে ইউরো-সার্জারি করা যায় কি না, তার প্রস্তাব পাঠানোর ভাবনায় কর্তৃপক্ষ।                                                                     


পরিকাঠামো ছাড়াই অসাধ্য সাধন: কিডনির চিকিৎসার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল ঘুড়েও হয়নি সুরাহা। কেউ বলেছে কেটে বাদ দিতে হবে, কেউ বা দেখিয়েছে মৃত্যু ভয়। কিন্তু কেউই দেখায়নি অস্ত্রোপচারের সাহস। এমন পরিস্থিতিতে স্ত্রী-এর ডান কিডনির চিকিৎসায় শুধু যে অর্থই খরচ হয়েছে তা নয়। দিনমজুর স্বামীর বেচতে হয়েছে যৎসামান্য জমিটুকুও। ফলে বছরের পর বছর যন্ত্রণায় ছটফট করে কাতরাতে দেখেছেন স্ত্রীকে। যদিও হাল ছাড়েনি কোচবিহার জেলার ঘোকসাডাঙার বাসিন্দা আশ্রাব আলি। স্ত্রী সামিনা বিবি (২৫)কে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বহির্বিভাগে। সেখানেই সমস্যার বিবরণ শুনে এবং পরীক্ষার পর সাহস দেখান জেলা হাসপাতালের ইউরো-সার্জেন ডাঃ পবিত্র রায়। রোগীর পরিবারের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই দায়িত্ব নেন তিনি। যদিও ইউরো-সার্জারির সুপার স্পেশালিটি পরিকাঠামো ছাড়া কতটা সফল হতে পারবেন তা নিয়ে সংশয় দানা বাঁধে। যদিও জেলা হাসপাতালের সুপার ডাঃ চিন্ময় বর্মনের সহযোগিতায় অপারেশনের প্রস্তুতি করে ফেলেন তাঁরা। গত ২৬-শে ডিসেম্বর জেলা হাসপাতালে রোগী সামিনা বিবি(২৫)-কে ভর্তি হন। ২৮ ডিসেম্বর অস্ত্রোপচার সফল করে মেডিক্যাল টিম।                                                                   


হাসপাতাল সূত্রে খবর, বছর ২৫-এর মহিলা সামিনা বিবি-র ডান পাশের কিডনি জন্মগত অকেজো ছিল। অর্থাৎ প্রস্রাব, মূত্রথলি পর্যন্ত আসছিল না। সেই কারণে কিডনি ফুলে যায় এবং সেখানে পাথর তৈরি হয়েছিল। যার জন্য প্রয়োজন ছিল অপারেশনের। রীতিমত কিডনি ও মূত্রথলি মাঝে ইউরেটার প্রতিস্থাপন করা হয়েছে বলে চিকিৎসকসূত্রে খবর৷ ফলে, এখন দুটি কিডনি স্বাভাবিকভাবে কাজ করায় রোগী সম্পূর্ণ সুস্থ বলেই দাবি চিকিৎসকের।


আরও পড়ুন: Calcutta High Court: D.El.Ed-এর ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘিরেও উঠল দুর্নীতির অভিযোগ, স্থগিতাদেশ আদালতের