সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় (kolkata) ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু। মৃতের নাম শর্মিলা চট্টোপাধ্যায়। তিনি হরিদেবপুরের (haridevpur) বাসিন্দা। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ করা রয়েছে বলে সূত্রের খবর।
কী হয়েছিল?
হাসপাতাল সূত্রে খবর, ৫৯ বছর বয়স হয়েছিল শর্মিলার। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের বাসিন্দা প্রৌঢ়ার গত ৩১ অগস্ট জ্বর এসেছিল বলে আত্মীয়দের দাবি। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে তিনি রক্ত পরীক্ষা করতে বলেন। ১ সেপ্টেম্বর রক্ত পরীক্ষা হয় তাঁর। বিকেলে রিপোর্ট আসে, ডেঙ্গি-পজিটিভ। তাঁর পর থেকেই ওষুধ চালু হয়। কিন্তু শর্মিলার পরিবারের দাবি, চিকিৎসা শুরু হলেও দুর্বল হয়ে যাচ্ছিলেন তিনি, বসে থাকতে পারছিলেন না। ৩ সেপ্টেম্বর রাত ১২টার পর স্থানীয় এক বেসরকারি হাসপাতাল, টালিগঞ্জের আরএসভি-তে ভর্তি করা হয় শর্মিলা চট্টোপাধ্যায়কে। কিন্তু অল্প পরেই আইসিইউ-তে দিতে হয় প্রৌঢ়াকে। এর পরই ভেন্টিলেশনে চলে যান তিনি। তাতেও অবস্থার উন্নতি হয়নি। ফলে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শর্মিলাকে। ঘণ্টাখানেক চিকিৎসার পর সেখানেই গত কাল মৃত্যু হয় তাঁর। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর প্লেটলেট উল্লেখযোগ্য ভাবে কমেনি। তবে কিডনি, যকৃৎ ও হৃদযন্ত্রে চাপ পড়েছিল। শরীরে জল জমতে শুরু করে। সব মিলিয়ে মাল্টি-অর্গান ফেলিওর হয় শর্মিলার। বস্তুত, সরকারি ভাবে এই নিয়ে চলতি মরসুমে কলকাতায় ২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে এখনও কোনও কোনও প্রতিক্রিয়া দেয়নি স্বাস্থ্য দফতর।
রক্তচক্ষু ডেঙ্গি-র
পতঙ্গবাহিত এই রোগ যে ভয় দেখাচ্ছে, হালে বার বার সে কথা উঠে এসেছে। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতা শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশোর বেশি। শুধু তাই নয়। আশপাশের জেলাগুলিতেও থাবা বসিয়েছে মশাবাহিত এই রোগ। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী,
কলকাতার পাশাপাশি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করেছে। কলকাতায় যেখানে চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৯৬, সেখানে উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা ৪৬৭, এবং হাওড়ায় ৪৬১। পাশাপাশি লালচোখ দেখাচ্ছে ম্যালেরিয়াও। এ পর্যন্ত ম্যালেরিয়া-আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি বলে পুরসভা সূত্রে খবর। মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।তার মধ্যেই প্রৌঢ়ার মৃত্যুর খবরে চাঞ্চল্য মহানগরে।
আরও পড়ুন:'৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের