কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) কেন্দ্রীয় নিরাপত্তা (Central Secuirity) প্রত্যাহার। সরকারি আধিকারিককে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআইয়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Ministry) আধিকারিককে উদ্ধৃত করে এএনআই দাবি করেছে, "রাজ্যে জেড ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।'' বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩১ অক্টোবর তৃণমূলে (Trinamool Congress) প্রত্যাবর্তন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।





 


বিজেপিতে যোগদানের পর গত ৩১ জানুয়ারি  Z ক্যাটাগরি CRPF নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় CRPF সূত্রে খবর,স্বরাষ্ট্র মন্ত্রক, রাজীবের (Rajib Banerjee) নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই কারণে তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শুধু রাজীবই নন, বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতাকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা । 


বিধানসভা ভোটের মাসখানেক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ৯ মাস পর 'ঘর ওয়াপসি' হয় রাজীবের। গত ৩১ অক্টোবর আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে ফের যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা