PM Vidya Laxmi Yojana: দেশের লক্ষ লক্ষ সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্র সরকার একটি বড় স্বস্তি দিয়েছে। আর্থিক সীমাবদ্ধতা, টাকার অভাবের কারণে উচ্চশিক্ষা আর কারও আটকে যাবে না। পড়ুয়ারা এখন প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ (Education Loan) নিতে পারবেন। ফলে সেই সমস্ত তরুণদের এই যোজনায় (PM Vidya Laxmi Yojana) লাভ হবে যারা তাদের স্বপ্নের উচ্চশিক্ষায় যেতে চাইছে।

সরকার এই প্রকল্প পরিচালনার জন্য একটি নির্দিষ্ট বাজেটও ঘোষণা করেছে, এর উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের তাদের পড়াশোনা শেষ করার সুযোগ দেওয়া। এই যোজনার অধীনে শিক্ষার্থীরা কেবল ভারতের নামি-দামি কলেজেই পড়ার সুযোগ পাবেন তা নয়, বিদেশের উচ্চ স্তরের প্রতিষ্ঠানগুলিতেও পড়াশোনা করতে পারবেন।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঋণের (PM Vidya Laxmi Yojana) জন্য কোনও গ্যারান্টার লাগবে না। দেশের প্রায় ৩৯টি ন্যাশনালাইজড ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। কেন্দ্র সরকার ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের উপরে ৭৫ শতাংশ ক্রেডিট গ্যারান্টি প্রদান করবে যা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আস্থা দেবে। শিক্ষার্থীদের ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ হবে।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধে

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় কখনই ৮ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।

উচ্চশিক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

ঋণ নেওয়ার সময় বা সেই ঋণের মেয়াদ চলাকালীন শিক্ষার্থী বা তাঁর পরিবার যেন কোনও গুরুতর আর্থিক সংকটে না পড়েন।

এই যোজনার অধীনে ঋণ নিলে সুদের হারে ৩ শতাংশ ছাড় মিলবে, একইসঙ্গে যাদের পরিবার ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করে তারা এই সুদের হারে ছাড় পাবেন।

আগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ পেতে হলে গ্যারান্টরের দরকার পড়ত। এখন কোনও গ্যারান্টর ছাড়াই এই যোজনায় ঋণ মিলবে আর এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্নও পূরণ হবে এবার।

কী কী নথি দরকার

আয়ের প্রমাণপত্র

পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি)

ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

জাতি-সম্প্রদায়ের প্রমাণপত্র

অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংশ্লিষ্ট প্রমাণপত্র


Education Loan Information:

Calculate Education Loan EMI