Education News: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে অনেক শিক্ষার্থীরই ইচ্ছে থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার আর সেখানে ভারতের সবথেকে আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেশে অনেকগুলি আইআইটি (IIT Indore) রয়েছে, তবে এর মধ্যে মধ্যপ্রদেশের আইআইটি ইন্দোর সবথেকে (College Campusing) বেশি জনপ্রিয় হয়েছে সম্প্রতি প্লেসমেন্টের রেকর্ডের জন্য। এই বছর এই প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী ১ কোটি টাকারও বেশি বেতনের প্যাকেজে (Placements) চাকরি পেয়েছেন।

২০২৪ সালের প্লেসমেন্ট মরশুমে সবথেকে ভাল ফলাফল দেখা গিয়েছে আগের বছরের তুলনায়। ২০২৩ সালে যেখানে একজন শিক্ষার্থী কেবলমাত্র ১ কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছিলেন এই প্রতিষ্ঠান থেকে, সেখানে ২০২৪ সালে ন্যূনতম প্যাকেজের (IIT Indore) অঙ্কও বেড়ে গিয়েছে অনেকটাই। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫০০টিরও বেশি চাকরির অফার পেয়েছেন। আর এদের মধ্যে ৮৮ শতাংশ শিক্ষার্থীই প্লেসমেন্ট পেয়েছেন।

এই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এসেছিল ১৫০টিরও বেশি নামিদামি সংস্থা। পিএসইউ, আইটি, ফিনটেক, অটোমোবাইল, এনার্জি, এনভায়রনমেন্ট, কনসাল্টিং, ব্যাঙ্কিং, সেমিকন্ডাক্টর, কনস্ট্রাকশন ইত্যাদি সেক্টরের সংস্থা এসেছিল ক্যাম্পাসিংয়ে। গড় বেতনের প্যাকেজও ১৩ শতাংশ বেড়ে হয়েছে বছরে ২৭ লক্ষ টাকা। এই অঙ্কই বলে দেয় আইআইটি ইন্দোরের পড়ুয়াদের মেধা এবং তাদের দক্ষতার ক্রমবর্ধমান চাহিদার কথা।

তবে প্লেসমেন্টের সাফল্য সত্ত্বেও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৩ সালের ৩৯৩তম স্থান থেকে নিচে নেমে এসেছে ২০২৪ সালে ৫৫৬তম স্থানে। ইতিমধ্যে প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক সুভাষ যোশী জানিয়েছেন যে ৩৪টি দেশের সঙ্গে ১১৮টি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই প্রতিষ্ঠানের যেখানে এখন ৩০০০ শিক্ষার্থীর কমিউনিটি গড়ে উঠেছে, সঙ্গে রয়েছেন ২০০ জন শিক্ষক অধ্যাপক। আগামী দুই থেকে ৫ বছরের মধ্যে নিজের স্থান আরও উন্নীত করে তুলতে বদ্ধপরিকর এবং আত্মবিশ্বাসী আইআইটি ইন্দোর।

এর আগে এই বছরেই ২.২০ কোটি টাকার প্যাকেজের চাকরি মিলেছিল আরেকটি আইআইটির ক্যাম্পাসিংয়ে, এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এই চাকরির প্যাকেজ। এর আগে ২০২১ সালে রেকর্ড প্যাকেজ ছিল ২.১৫ কোটি টাকার। আর এবারে সেই রেকর্ড ভেঙে ২.২০ কোটির প্যাকেজে বিগত ১০ বছরের মধ্যে আইআইটি বিএইচইউর সবথেকে ভাল পারফরম্যান্স হয়েছে এই বছর। ফলে আইআইটি ইন্দোরকেও এবারে পিছনে ফেলে দিয়েছে আইআইটি বিএইচইউ। জানা গিয়েছে আইআইটি বিএইচইউর মোট ১১ জন পড়ুয়ার প্লেসমেন্টে চাকরি হয়েছে এমন সংস্থায় যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকার বেশি। 


Education Loan Information:

Calculate Education Loan EMI