Job News: ব্যাঙ্ক অফ বরোদায় 'অফিস অ্যাসিসট্যান্ট' পদে নিয়োগ, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন?
Bank of Baroda Recruitment 2025: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ০১/০৫/১৯৯৯- এর আগে এবং ০১/০৫/২০০৭- এর পরে হওয়া চলবে না।

Bank Jobs: ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda Recruitment) হতে চলেছে নিয়োগ। অফিস অ্যাসিসট্যান্ট পদে (Office Assitant) নিয়োগ করবে এই ব্যাঙ্ক। যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in - এর মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ৫০০ শূন্যপদ পূরণ করা হবে বলে শোনা গিয়েছে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ মে অর্থাৎ আজ থেকে। আর এই প্রক্রিয়া শেষ হবে আগামী ২৩ মে তারিখে।
ব্যাঙ্ক অফ বরোফায় অফিস অ্যাসিসট্যান্ট পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী হওয়া প্রয়োজন, দেখে নিন
আবেদনকারীদের অতি অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে (S.S.C./ Matriculation)। যে রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরি করতে যাবেন সেখানকার স্থানীয় ভাষা (Local Language) জানা প্রয়োজন। পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে ওই ভাষায়।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ০১/০৫/১৯৯৯- এর আগে এবং ০১/০৫/২০০৭- এর পরে হওয়া চলবে না। এই দুই তারিখের মাঝে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, জেনে নিন
জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের দিতে হবে ৬০০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মী, মহিলা আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে, জেনে নিন পদ্ধতি
প্রথমে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর পরীক্ষা হবে স্থানীয় ভাষায় দক্ষতার (Local Vernacular Language Test, Language Proficiency Test)। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই এই স্থানীয় ভাষার পরীক্ষা দেওয়া যাবে। লিখিত অনলাইন পরীক্ষার প্রতিটি বিভাগে আবেদনকারীদের মিনিমাম কাট-অফ স্কোর পেতে হবে। আবার মোট ১০০ নম্বরের ক্ষেত্রেও পেতে হবে মিনিমাম কাট-অফ স্কোর। এর ভিত্তিতেই মেধাতালিকা প্রকাশ করা হবে এবং সেখান থেকে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















