Bank Jobs: স্নাতক হলেই চাকরির আবেদন করতে পারবেন এই ব্যাঙ্কে, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?
Job News: যাঁরা আবেদন করবেন তাঁদের অতি অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে স্নাতক ডিগ্রি পেতে হবে ভারত সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালত থেকে।

Bank Jobs: চাকরির সুযোগ রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (Indian Overseas Bank)। লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট iob.in - এখানে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট শূন্যপদের সংখ্যা ৪০০টি। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে, ২০২৫।
কোন রাজ্যে কত শূন্যপদ রয়েছে, দেখে নিন তালিকা
- তামিলনাড়ু- ২৬০টি শূন্যপদ
- ওড়িশা- ১০টি শূন্যপদ
- মহারাষ্ট্র- ৪৫টি শূন্যপদ
- গুজরাত- ৩০টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গ- ৩৪টি শূন্যপদ
- পঞ্জাব- ২১টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া জরুরি, জেনে নিন
যাঁরা আবেদন করবেন তাঁদের অতি অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে স্নাতক ডিগ্রি পেতে হবে ভারত সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালত থেকে। অথবা এর সমতুল্য কোনও যোগ্যতা থাকবে হবে যা কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিতে হবে। ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
একটি অনলাইন পরীক্ষা হবে আবেদনকারীদের। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনকারীদের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়ান্সি টেস্ট (এলপিটি) হবে। আর অনলাইন পরীক্ষা এবং এলপিটি- এই বিভাগ, দুটোতেই উত্তীর্ণ হলে তবেই আবেদনকারীরা ডাক পাবেন পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে।
অনলাইন পরীক্ষা হবে ২০০ নম্বরের। মোট ১৪০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ৩ ঘণ্টা ধরে। ভুল উত্তরের জন্য পেনাল্টি থাকবে, অর্থাৎ নম্বর বাদ যাবে। একটা ভুল উত্তর দিলে ওই প্রশ্নে থাকা মোট নম্বর ১/৪ বা ০.২৫ বাদ যাবে।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের শুধুমাত্র ইন্টিমেশন চার্জ দিতে হবে, যা ১৭৫ টাকা। অ্যাপ্লিকেশন ফি- এর পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, BHIM - এইসবের সাহায্যে। বাকী যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















