Madhyamik Results 2020 LIVE Updates: একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি, পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী

WB Madhyamik Results 2020 LIVE | WBBSE Madhyamik Results Announced: মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jul 2020 02:52 PM
একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি। ১০ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি। ১১ থেকে ৩১ অন্য স্কুলে চলবে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর এবার ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ১-১০ অগাস্ট পর্যন্ত নিজেদের স্কুলে ভর্তি হওয়া যাবে। অন্য স্কুলে ভর্তি হওয়া যাবে ১১ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত।
ট্যুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের আছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।’
ট্যুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের আছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।’
মেধাতালিকায় জেলার জয়জয়কার। প্রথম অরিত্র পাল, দ্বিতীয় অভীক দাস দুজনেই পূর্ব বর্ধমানের। যুগ্মভাবে অপর দ্বিতীয় বাঁকুড়ার সায়ন্তন গড়াই। তৃতীয় তিনজন।
মেধাতালিকায় প্রথম পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের অরিত্র পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। পার্সেন্টেজ ৯৯.১৪ শতাংশ। দ্বিতীয় স্থানে দু জন। ৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বাঁকুড়া ওন্দা হাই স্কুলের সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস। তৃতীয় স্থানে তিনজন। বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাই স্কুলের দেবস্মিতা মহাপাত্র ও উত্তর ২৪ পরগনার রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৯। পঞ্চম স্থানে চারজন। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের অঙ্কিত সরকার, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের স্বস্তিক সরকার, বাঁকুড়ার বিক্রমপুর আর ডি হাই স্কুলের রশ্মিতা সিংহ মহাপাত্র ও মুর্শিদাবাদের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের বিভা বসু মণ্ডল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮।
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ট্যুইট করে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’
এবছর পাসের হারে নতুন রেকর্ড। পাসের হার বেড়ে হয়েছে ৮৬.৩৪ শতাংশ।
সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, পাসের হার ৯৬.৫৯ শতাংশ। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর। পাসের হার ৯২.১৬ শতাংশ। তৃতীয় কলকাতা। পাসের হার ৯১.০৭ শতাংশ।
এবছর মাধ্যমিকে বসেছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী। পাস করেছে ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। পরীক্ষা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।
মাধ্যমিকে প্রথম মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের অরিত্র পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪।

দ্বিতীয় দু’জন। ওন্দা হাই স্কুলের সায়ন্তন গড়াই ও কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস। দু’জনেরই
প্রাপ্ত নম্বর ৬৯৩।

তৃতীয় তিনজন। কেন্দুয়া আইএইচআই হাইস্কুলের সৌম্য পাঠক, ভবানী চক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র ও রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।

চতুর্থ বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৯।

পঞ্চম চারজন। বংশীহারী হাইস্কুলের অঙ্কিত সরকার, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের স্বস্তিক সরকার, বিক্রমপুর আর ডি হাইস্কুলের রশ্মিতা সিংহ মহাপাত্র ও গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের বিভাবসু মণ্ডল। চারজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৮।
রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট বিলি করা হবে। ২২ জুলাই সকাল ১০টা থেকে স্কুলগুলিকে তা বিলি করা হবে।
প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সাফল্যের নিরিখে শীর্ষে ফের পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। বেড়েছে মেয়েদের সাফল্যের হার।
মেধাতালিকায় জেলার জয়জয়কার। প্রথম, দ্বিতীয় দুজনেই পূর্ব বর্ধমানের। যুগ্ম ভাবে পূর্ব বর্ধমানের অরিত্র পাল। পেয়েছেন ৯৯ দশমিক ১৪ শতাংশ। দ্বিতীয় স্থানাধিকারী দুজন, অভীক দাস ও সায়ন্তন গড়াই, পূর্ব ও তৃতীয় বাঁকুড়ার পড়ুয়া।
মাধ্যমিকে চতুর্থ বীরভূমের অগ্নিভ সাহা।
মাধ্যমিকে তৃতীয় হয়েছে তিনজন। সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি তৃতীয়।
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে দু’জন। বাঁকুড়ার সায়ন্তন গড়াই দ্বিতীয়। এছাড়া পূর্ব বর্ধমানের অভীক দাস হয়েছে দ্বিতীয়।
এবারের মাধ্যমিকে প্রথম অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৪।
মাধ্যমিকে পাসের হারে নতুন রেকর্ড। এবার পাসের হার ৮৬.৩৪ শতাংশ।
সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। এই জেলায় সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার। তার পরে স্থান দুই ২৪ পরগনার। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৬ শতাংশ।
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছেলেদের চেয়ে ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ১০টা থেকে ফল জানা যাবে wb10.abplive.com, wbbse.org ও wbresults.nic.in-এ।
মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ
একটু পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১০টায় প্রকাশিত হবে ফল ও মেধাতালিকা।
শেষমুহূর্তের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল।
রেজাল্টস আপলোড হচ্ছে wb10.abplive.com-এ।
আর আধঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল।
লকডাউনের আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু লকডাউনের জেরে এতদিন ধরে আটকেছিল ফল প্রকাশ। আজ সেই ফল প্রকাশিত হচ্ছে।
আর একঘণ্টার অপেক্ষা। সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে মাধ্য়মিকের ফল।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাধ্যমিকের ফল জানা যাবে wb10.abplive.com-এ।
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল দশটা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। জন্মতারিখ ও রোল নম্বর দিলেই মিলবে রেজাল্ট।

প্রেক্ষাপট

কলকাতা: আর কয়েকঘণ্টার অপেক্ষা। সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, অন্যান্যবারের মতো সকাল ৯টায় না, এবার সকাল ১০টায় প্রকাশিত হবে ফল। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। তবে আজই মার্কশিট পাওয়া যাবে না। সূত্রের খবর, আগামী সপ্তাহে মার্কশিট দেওয়া হবে। তবে পরীক্ষার্থীরা গিয়ে মার্কশিট নিতে পারবে না। অভিভাবকদের গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হবে।

এবারের মাধ্যমিক পরীক্ষা হয় ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু লকডাউন শুরু হওয়ার আগেই মাধ্যমিক পরীক্ষার সূচি ছিল, তাই সবকটি বিষয়ের পরীক্ষাই নির্বিঘ্নে শেষ হয়। সেই কারণে মেধাতালিকা প্রকাশিত হবে। মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.com/-এ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.