Madhyamik Results 2020 LIVE Updates: একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি, পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী

WB Madhyamik Results 2020 LIVE | WBBSE Madhyamik Results Announced: মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jul 2020 02:52 PM

প্রেক্ষাপট

কলকাতা: আর কয়েকঘণ্টার অপেক্ষা। সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, অন্যান্যবারের...More

একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি। ১০ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি। ১১ থেকে ৩১ অন্য স্কুলে চলবে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।