Uccha Madhyamik Results 2021 Declared LIVE : প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, সব জেলাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি

WBCHSE Uccha Madhyamik Class 12 Result 2021 live updates : বিকেল চারটে থেকে উচ্চমাধ্যমিকের ফল দেখা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com -এ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jul 2021 07:11 PM
Higher Secondary Result 2021: পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়ে পাশের হার এবার প্রায় ৯৮ শতাংশ। এবার মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সব জেলাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।

Uccha Madhyamik Result 2021: ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা, জানিয়েছেন সংসদ সভাপতি

এবার অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে, স্কুলগুলি মাত্রাতিরিক্ত সংশোধন করেছে। এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরিস্থিতিতে ভুল হলে ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা, জানিয়েছেন সংসদ সভাপতি। 

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৯৮ শতাংশ ছুঁইছুঁই

উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৯৮ শতাংশ ছুঁইছুঁই। মোট ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেলেন মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। অকৃতকার্য মাত্র ২০ হাজার পরীক্ষার্থী। অবশ্য ৬০ শতাংশ পরীক্ষার্থীর নম্বরই ৬০ শতাংশের নিচে।

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ

এবারের উচ্চমাধ্যমিকে কলাবিভাগে ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞানে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্যে পাশের হার ৯৯.৮ শতাংশ।

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিক পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী

এবার নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২। পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়ে পাশের হার এবার প্রায় ৯৮ শতাংশ।

Uccha Madhyamik Result 2021: পরীক্ষায় বসতে না পারার জন্য কিছুটা মনখারাপ রুমানা সুলতানার

এককভাবে রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েও পরীক্ষায় বসতে না পারার জন্য কিছুটা মনখারাপ রুমানা সুলতানার। তবে একাদশে স্কুলের শিক্ষিকারা যে নম্বর দিয়েছিলেন, তার ভিত্তিতেই যে উচ্চ মাধ্যমিকে রাজ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া গিয়েছে, তার জন্য প্রচণ্ড খুশিও তিনি। এর আগে ২০১৯ এর মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থানও অধিকার করেন তিনি।

Higher Secondary Result 2021: ৬০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর ৬০ শতাংশের কম

উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। এবারের উচ্চমাধ্যমিকে ১০ শতাংশ বেড়ে ৯৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করলেন। পাশ করলেন ৮ লক্ষ পরীক্ষার্থী। অকৃতকার্য মাত্র ২০ হাজার পরীক্ষার্থী। ৬০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর ৬০ শতাংশের কম। 

Uccha Madhyamik Result 2021: পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়ে পাশের হার এবার প্রায় ৯৮ শতাংশ। এবার মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সব জেলাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর ৯,০১৩ জনের

এবারের উচ্চমাধ্যমিকে ৯০ বা তার বেশি শতাংশ নম্বর পেয়েছেন ৯ হাজার ১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ পেয়েছেন ৪৯ হাজার ৩৭০ জন। ৭০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন। ৬০ থেকে ৬৯ শতাংশ নম্বর পেয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৮৬ জন।

Uccha Madhyamik Result 2021: গত বছরের তুলনায় কমল ৬০ শতাংশের বেশি নম্বর প্রাপকের সংখ্যা

গত বছরের তুলনায় এবারের উচ্চমাধ্যমিকে অতিরিক্ত এক লক্ষ পরীক্ষার্থী পাশ করলেও, ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন। যা গত বছরের তুলনায় কম। তাৎপর্যপূর্ণভাবে, ৮০ শতাংশের উপর নম্বর প্রাপকের সংখ্যা এবার ৫৮ হাজারেরও বেশি কমে গেছে। এবার ৬০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৭৬১ জন।

Higher Secondary Result 2021: ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা

এবার অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে, স্কুলগুলি মাত্রাতিরিক্ত সংশোধন করেছে। এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে সংসদ, এই পরিস্থিতিতে ভুল হলে ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা।

Uccha Madhyamik Result 2021: স্কুলগুলির পাঠানো নম্বরে ত্রুটি ছিল, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকও বাতিল হয়। মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের প্রাপ্ত নম্বর নিয়ে বিশেষ ফর্মুলায় তৈরি হয়েছে উচ্চমাধ্যমিকের মার্কশিট। স্কুলগুলির পাঠানো নম্বরে ত্রুটি ছিল তা অস্বীকার না করে এই ঘটনায় পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে অকৃতকার্য মাত্র ২০ হাজার পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৯৮ শতাংশ ছুঁইছুঁই। মোট ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেলেন মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। অকৃতকার্য মাত্র ২০ হাজার পরীক্ষার্থী। অবশ্য ৬০ শতাংশ পরীক্ষার্থীর নম্বরই ৬০ শতাংশের নিচে।

Uccha Madhyamik Result 2021: করোনা আবহের মধ্যেই প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল

করোনা আবহের মধ্যেই প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। এককভাবে এই নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী। এ বছর প্রকাশিত হয়নি মেধা তালিকা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, প্রথম দশে রয়েছেন ৮৬ জন। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ।

Higher Secondary Result 2021: রিভিউ করতে হবে প্রধান শিক্ষকের মাধ্যমে

শুক্রবার পর্ষদের ৫২ টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট, শংসাপত্র ও অ্যাডমিট কার্ড। এদিনই স্কুল থেকে তা সংগ্রহ করা যাবে। কোনও পরীক্ষার্থী রিভিউ করতে চাইলে প্রধান শিক্ষকের মাধ্যমেই তা করতে হবে। এর জন্য প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে একাদশ শ্রেণির খাতা সংরক্ষণের নির্দেশ দিয়েছে সংসদ। 

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর ৯,০১৩ জনের

উচ্চমাধ্যমিকে ৯০ বা তার বেশি শতাংশ নম্বর পেয়েছেন ৯ হাজার ১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ পেয়েছেন ৪৯ হাজার ৩৭০ জন। ৭০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন। ৬০ থেকে ৬৯ শতাংশ নম্বর পেয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৮৬ জন। 

Higher Secondary Result 2021: কাল পাওয়া যাবে উচ্চমাধ্যমিকের মার্কশিট

কাল পর্ষদের ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট, শংসাপত্র ও অ্যাডমিট কার্ড। কালই তা স্কুল থেকে সংগ্রহ করা যাবে। কোনও পরীক্ষার্থী রিভিউ করতে চাইলে প্রধান শিক্ষকের মাধ্যমে করতে হবে। এর জন্য প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে একাদশ শ্রেণির খাতা সংরক্ষণের নির্দেশ দিয়েছে সংসদ। 

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকে ছেলে-মেয়েদের পাশের হার প্রায় সমান

এ বছর মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। তার মধ্যে ছেলেদের পাশের হার ৯৭.৭ শতাংশ। মেয়েদের পাশের হার প্রায় সমান। প্রথম বিভাগ বা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। কলা বিভাগে ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞানে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্যে পাশের হার ৯৯.৮ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, কোনও ফল অসম্পূর্ণ নেই। ৯০ বা তার বেশি শতাংশ নম্বর পেয়েছেন ৯ হাজার ১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ পেয়েছেন ৪৯ হাজার ৩৭০ জন। ৭০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন। ৬০ থেকে ৬৯ শতাংশ নম্বর পেয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৮৬ জন।

Higher Secondary Result 2021: বিজ্ঞানী হওয়া স্বপ্ন সর্বোচ্চ নম্বর প্রাপক রুমানা সুলতানার

মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা এবার উচ্চমাধ্য়মিকে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেয়েছেন। এর আগে ২০১৯-এর মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেন রুমানা। শিক্ষকতার ঘরানায় বড় হয়ে উঠেছেন এই ছাত্রী। বাবা ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা-ও শিক্ষিকা। মাধ্যমিকের পর রুমানার লক্ষ্য ছিল উচ্চমাধ্যমিকে আরও ভাল ফল করার। বরাবরই তাঁর স্বপ্ন বিজ্ঞানী হওয়া। ছোটবেলা থেকেই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছেন রুমানা। পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই ছেলেবেলা থেকে তাঁর একমাত্র লক্ষ্য। যদিও করোনা আবহে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার আক্ষেপও রয়েছে এই ছাত্রীর।

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকের ফল জানা যাচ্ছে এবিপি আনন্দ-র ওয়েবসাইট wb12.abplive.com-এ

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। ফল জানা যাচ্ছে এবিপি আনন্দ-র ওয়েবসাইট wb12.abplive.com-এ। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাচ্ছে ফল। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট।

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে ৮৬ জন পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী। প্রথম দশের মধ্যে ৮৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৮ শতাংশ। সব জেলাতেই ৯০ শতাংশের বেশি পাশের হার। ২৩ জুলাই থেকে মার্কশিট।

Uccha Madhyamik Result 2021: একাদশে ভর্তির সময়সীমা

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।

Higher Secondary Result 2021: বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা। শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।  করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। 

Uccha Madhyamik Result 2021: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল

করোনাকালে আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। বিকেল ৪টে থেকে দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। কাল স্কুল থেকেই মিলবে মার্কশিট। এবার প্রকাশিত হচ্ছে না মেধা তালিকা। 

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ

এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তার মধ্যে এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। মোট ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী। 

Uccha Madhyamik Result 2021: ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পাননি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ। তার জন্য পরীক্ষার্থীদের ঢুকতে হবে wb12.abplive.com-এ। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর।

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দ-র ওয়েবসাইট wb12.abplive.com-এ। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Uccha Madhyamik Result 2021: ৫০০-র মধ্যে ৪৯৯ পেলেন মুর্শিদাবাদের ছাত্রী

এ বছর উচ্চমাধ্যমিকে মোট ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেলেন মুর্শিদাবাদের এক ছাত্রী। এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছেন ৮৬ জন পরীক্ষার্থী।

Higher Secondary Result 2021: কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট

কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ

উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। 

Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে ৮৬ জন পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছেন ৮৬ জন পরীক্ষার্থী। মুর্শিদাবাদের এক ছাত্রী সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেয়েছেন। 

Higher Secondary Result 2021: এ বছর উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯

এ বছর উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯।

Uccha Madhyamik Result 2021: এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী

এ বছর উচ্চমাধ্যমিকে এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।

Higher Secondary Result 2021: এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ

এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। 

Higher Secondary Results 2021: এ বছর প্রকাশিত হচ্ছে না কোনও মেধা তালিকা

২৩ জুলাই থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে। এ বছর প্রকাশিত হচ্ছে না কোনও মেধা তালিকা। 

Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com-এ। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট।

WB Class 12 Results 2021: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল

করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।

Higher Secondary Results 2021: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্য়মিকের ফল

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করছে সংসদ। ফল জানা যাবে বিকেল চারটে থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com এ।

Uccha Madhyamik Result 2021 Live : আর কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল

আর কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

Uccha Madhyamik 2021 Result Live: নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময়, খবর সিবিএসই বোর্ড সূত্রে

স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে সিবিএসই  বোর্ড সূত্রে খবর।

Uccha Madhyamik Result 2021 Live : সিবিএসই বোর্ডের  নির্দেশিকা

সিবিএসই বোর্ডের  নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর।

Uccha Madhyamik 2021 Result Live: ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল

এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল। বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা।

Uccha Madhyamik Result 2021 Live : এবারের মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম ৭৯ জন

এবারের মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম ৭৯ জন। উচ্চমাধ্যমিকে ফল কেমন হবে, তারই অপেক্ষায় শিক্ষামহল। 

Uccha Madhyamik 2021 Result Live: একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিল উচ্চমাধমিক শিক্ষা সংসদ

মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে,২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।

Uccha Madhyamik Result 2021 Live :এবারের মাধ্যমিকে পাসের হার ১০০ শতাংশ

মাধ্যমিকের ফল বেরিয়েছে মঙ্গলবার। পাসের হার ১০০ শতাংশ।

Uccha Madhyamik 2021 Result Live: শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড

উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।

Uccha Madhyamik Result 2021 Live : wb12.abplive.com ওয়েবসাইটে জানা যাবে ফল

ফল জানতে পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর।

Uccha Madhyamik 2021 Result Live: রেজিস্ট্রেশন  নম্বর দিয়ে জানা যাবে ফল

পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন  নম্বর দিয়ে জানা যাবে ফল

Uccha Madhyamik Result 2021 Live :বিকেল ৪টে থেকে ফল জানা যাবে ওয়েবসাইট মারফত

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইট মারফত।

Uccha Madhyamik 2021 Result Live:করোনার কারণে বাতিল হয় পরীক্ষা

করোনা আবহে বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন। অনলাইনে ক্লাস হচ্ছে। করোনা পরিস্থিতির কারণেই এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় দেশের বিভিন্ন বোর্ড। সেই মতো  এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়। 

Uccha Madhyamik Result 2021 Live : বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন

করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও।বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।

Uccha Madhyamik 2021 Result Live: উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা

করোনার কারণে এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। তাই  মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা।

Uccha Madhyamik Result 2021 Live : শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট

করোনাকালে আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টা থেকে দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। 

Uccha Madhyamik 2021 Result Live: বিকেল ৪টে থেকে  wb12.abplive.com-এ রেজাল্ট

আজ বিকেল ৪টে থেকে  wb12.abplive.com-এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা

প্রেক্ষাপট

কলকাতা: আজ আর কয়েক ঘণ্টার মধ্যেই  এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Uccha Madhyamik Result 2021) -র রেজাল্ট জানা যাবে। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক প্রকাশের পর বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা। শুক্রবার অ্যাডমিট কার্ড (Higher Secondary Admit Card 2021)  ও মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।


করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। ফল প্রকাশিত হতে চলেছে আজ। 


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইট মারফত। পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ। তার জন্য পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর (HS Exam 2021 Registration Number)।


বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের (WBBSE Board) মতোই প্রকাশিত হবে না মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE Board)  জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।


মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।


এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল। বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর। স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে বোর্ড সূত্রে খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.