পুলিশি সন্ত্রাসের অভিযোগ, প্রতিবাদ বিজেপির...


পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে বিজেপি প্রার্থীদের গ্রেফতারের প্রতিবাদ। কোচবিহারের পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় জেলার ৬ বিজেপি বিধায়ক। ভোটের আগে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, যদি বিজেপি প্রার্থীরা গ্রেফতার হয় তাহলে সন্ত্রাস চালানোর অভিযোগ উদয়ন গুহ কেন গ্রেফতার হবেন না ? তৃণমূলের পাল্টা দাবি, হার বুঝতে পেরে নাটক করছে বিজেপি। 


সিপিএমের প্রাক্তন বিধায়ককে 'হুমকি'


বাঁকুড়ার (Bankura) তালডাংরায় প্রকাশ্য সভায় সিপিএমের প্রাক্তন বিধায়ককে (Former CPM MLA) ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি (TMC Block President)। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে শাসক-নেতার হুঁশিয়ারি, চুপচাপ ঘরে ঢুকে যান। না হলে বাসায় ঘুঘু চরাব। মিথ্যা প্রচারের জবাব দিতেই ওই মন্তব্য বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা। পরাজয় নিশ্চিত জেনে প্রলাপ বকছেন, প্রতিক্রিয়া সিপিএমের। 


জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা?


আর আটদিন পরে রাজ্য়ে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । গ্রামবাংলার ভাগ্য় নির্ধারণের জন্য় ভোটের লাইনে দাঁড়ানোর আগে কী ভাবছেন ভোটাররা? তার আভাস পেতেই রাজ্য়জুড়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার (C Voter )। ২০১৮ সালে রাজ্য়ের ২০টি জেলা পরিষদের সবকটিতে জয়ের পতাকা উড়িয়েছিল তৃণমূল ( TMC ) । তবে সি ভোটারের ওপিনিয়ন পোলে ( C Voter Opinion Poll) ইঙ্গিত, এবারের ছবিটা একতরফা নাও হতে পারে।


কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধোঁয়াশা:
রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এখনও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন', জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা


ফের প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে:
ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।' তিনি আরও লিখেছেন, 'একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।' অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে।' দেখতে হবে আদৌ উনি পুলিশকর্মী কিনা, পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।


আরও পড়ুন:ডায়েট কোকে ক্যান্সারের বিষ ! সতর্ক করল WHO