ABP Cvoter Opinion Poll Live: CAA না সন্দেশখালি, লোকসভা ভোটে কী হতে পারে বড় ফ্যাক্টর? কী উঠে এল C Voter-এর জনমত সমীক্ষায়?

ABP Cvoter WB Opinion Poll 2024 Live: এরাজ্য়ের ৪২ আসনের ক'টি কার দখলে যেতে চলেছে, তা নিয়ে নানামহলে চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া। কী বলছে সি ভোটারের সমীক্ষা? 

ABP Ananda Last Updated: 15 Apr 2024 11:23 PM
ABP C voter WB Opinion Poll 2024 Live: দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান?

এই প্রশ্নের উত্তর নির্বাচনী ফলাফলে জানা যাবে তা অবশ্যম্ভাবী। তবে সি ভোটারের সমীক্ষায় কোন নেতা এগিয়ে? রিপোর্ট অনুযায়ী, ৫২ শতাংশ চাইছেন দিল্লির মসনদে ফিরুন নরেন্দ্র মোদি, ১৯ শতাংশ চাইছেন রাহুল গাঁধীকে, ১৮ শতাংশ দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ২ শতাংশ চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে, ৩ শতাংশ এঁদের মধ্যে কারওকেই চাইছেন না, ৬ শতাংশ উত্তর দিতে পারেননি। 

ABP C voter Opinion Poll Live: 'মোদির গ্যারান্টি' না 'মমতার গ্যারান্টি'-লোকসভা ভোটে কার উপর মানুষ বেশি ভরসা করবে?

সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৪২ শতাংশ মনে করছেন মোদির গ্যারান্টির উপর মানুষ বেশি করবে। ৩৫ শতাংশ মনে করছেন মমতার গ্যারান্টির উপর ভরসা করবে বঙ্গবাসী। ১৪ শতাংশ মনে করছে কারও গ্যারান্টি বিশ্বাসযোগ্য নয়। ৯ শতাংশ মানুষ বলতে পারব না, জানিয়েছেন এমনটাই।

ABP C voter WB Opinion Poll 2024 Live: রাম মন্দিরের উদ্বোধনের ফলে কি বাংলায় লোকসভা ভোটে বিজেপির বাড়তি সুবিধা হবে?

সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৪৮ শতাংশ মানুষ মনে করছেন লোকসভা ভোটে রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে বাড়তি সুবিধা দেবে। ৪৩ শতাংশ মনে করছেন রাম মন্দিরকে ইস্যু  করে বিজেপি বাড়তি সুবিধা পাবে না। ৯ শতাংশ উত্তর দিতে পারেননি। 

ABP C voter Opinion Poll Live: ভোটের আগে তেল-গ্যাসের দাম কমিয়ে বিজেপি কি ভোটে ফায়দা তুলতে পারবে?

লোকসভা নির্বাচনের আগে তেল ও গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার। সেই প্রভাব কি ভোট বাক্সে পড়বে? সি ভোটারের সমীক্ষায় ৪২ শতাংশ জানিয়েছে প্রভাব পড়তে পারে। ৪৫ শতাংশ বলেছেন বিজেপি এভাবে ভোটে ফায়দা তুলতে পারবে না, ১৩ শতাংশ বলতে পারবে না, এমনটাই জানিয়েছে।  

ABP C voter WB Opinion Poll 2024 Live: একঝাঁক তরুণ মুখকে প্রার্থী করে কি লোকসভা ভোটে বাংলা থেকে খাতা খুলতে পারবে সিপিএম?

সি ভোটারের তরফে প্রশ্ন করা হয়েছে একঝাঁক তরুণ মুখকে প্রার্থী করেই কি লোকসভা ভোটে বাংলা থেকে খাতা খুলতে পারবে সিপিএম? এই প্রশ্নের উত্তরে সি ভোটারের সমীক্ষায় ৩০ শতাংশ মানুষ মনে করেছেন তরুণ মুখকে প্রার্থী করেই বাংলায় খাতা খুলতে পারবে বামেরা। ৫২ শতাংশ অবশ্য মনে করছেন এই তরুণ ব্রিগেডকে প্রার্থী করে লোকসভা নির্বাচনে ফলাফলে খাতা খুলতে পারবে না লাল ব্রিগেড, ১৮ শতাংশ মনে করছেন তাঁরা উত্তর দিতে পারবে না। 

ABP C voter Opinion Poll Live: 'CAA' নাকি সন্দেশখালিকাণ্ড - কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলায় লোকসভা ভোটে?

সি ভোটারের এই প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মনে করছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালি। ২৪ শতাংশ মনে করছেন সিএএ বড় ফ্যাক্টর হতে পারে। ২১ শতাংশ মনে করছেন দুটো ইস্যু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২৮ শতাংশ বলতে পারবেন না। 

ABP C voter WB Opinion Poll 2024 Live: মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ--- 'CAA' নিয়ে কে সঠিক ব্যাখ্যা দিচ্ছেন?

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৩৩ শতাংশ মানুষ মনে করছেন সঠিক ব্যাখ্যা দিচ্ছেন মমতা। ৪৯ শতাংশ মনে করছেন সঠিক ব্যাখ্যা দিচ্ছেন অমিত শাহ। ৮ শতাংশ মনে করছেন দুজনের মন্তব্যই বিভ্রান্তিকর। ১০ শতাংশ বলেছেন তাঁরা এর উত্তর বলতে পারবেন না। 

ABP C voter Opinion Poll Live: 'CAA' কার্যকর হওয়ায় সংখ্য়াগরিষ্ঠ মতুয়ারা কাকে ভোট দেবে?

সি ভোটারের সমীক্ষায় ৪৭ শতাংশ মানুষ বলেছেন মতুয়ারা ভোট দেবেন বিজেপিকে। ৩১ শতাংশ বলেছেন সিএএ কার্যকর হলে মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন, ৭ শতাংশ বলেছেন বাম-কংগ্রেস জোট ভোট পাবে। ১৫ শতাংশ মানুষ বলতে চাননি। 

ABP C voter WB Opinion Poll 2024 Live: 'CAA' কার্যকর হওয়ায় সংখ্য়াগরিষ্ঠ মতুয়ারা কাকে ভোট দেবে?

৪৭ শতাংশ মানুষ বলেছেন মতুয়ারা ভোট দেবেন বিজেপিকে। ৩১ শতাংশ বলেছেন সিএএ কার্যকর হলে মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন, ৭ শতাংশ বলেছেন বাম-কংগ্রেস জোট ভোট পাবে।

ABP C voter Opinion Poll Live: 'CAA' চালু হওয়ায় লোকসভা নির্বাচনে বাংলায় কে লাভবান হবে?, সি ভোটারের সমীক্ষায় কী বলা হয়েছে?

'CAA' চালু হওয়ায় লোকসভা নির্বাচনে বাংলায় কে লাভবান হবে? সি ভোটারের সমীক্ষায় বলা হয়েছে সিএএ চালু হওয়ায় ৪০ শতাংশ মানুষ মনে করছেন লাভবান হবে বিজেপি, ২৫ শতাংশ মনে করছেন  লাভবান হবে তৃণমূল, ৬ শতাংশ মনে করছেন লাভবান হবে বাম কংগ্রেস জোট, ১৩ শতাংশর মত সিএএ নিয়ে লোকসভা নির্বাচনে বাংলায় কোনও প্রভাব পড়বে না। ১৬ শতাংশ মনে করছেন তাঁরা এর উত্তর দিতে পারবেন না। 

ABP C voter WB Opinion Poll 2024 Live: আসন্ন লোকসভা ভোটের নজরকাড়া কেন্দ্র কলকাতা উত্তর, সমীক্ষা অনুযায়ী জিতবেন কে?

আসন্ন লোকসভা ভোটের নজরকাড়া কেন্দ্র কলকাতা উত্তর। চূড়ান্ত ব্যস্ত তৃণমূল-বিজেপি থেকে বাম-কংগ্রেসের প্রার্থীরা। কেউ র‍্যালি করছেন। কেউ আবার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। কিন্তু, মানুষের মন কী ভাবছে? তার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে C Voter, এই সমীক্ষা অনুযায়ী, ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে হারিয়ে কলকাতা উত্তরে ফের জয়ী হতে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।

ABP C voter Opinion Poll Live: দিল্লির মসনদে কাকে দেখতে চান? কী বলছে সি ভোটারের সমীক্ষা?

মাত্র চারদিন পরই শুরু লোকসভা ভোট।  দিল্লির মসনদে কাকে দেখতে চান, সেই মত দিতে, EVM-এর সামনে দাঁড়াবেন ভোটাররা। এরাজ্য়ের ৪২ আসনের ক'টি কার দখলে যেতে চলেছে, তা নিয়ে নানামহলে চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া।

ABP C voter WB Opinion Poll 2024 Live: CAA না সন্দেশখালি, লোকসভা ভোটে কী হতে পারে বড় ফ্যাক্টর?

CAA না সন্দেশখালি, লোকসভা ভোটে কী হতে পারে বড় ফ্যাক্টর? শিক্ষা-পুর-রেশন দুর্নীতির প্রভাব পড়বে বঙ্গে লোকসভা ভোটে? কী উঠে এল C Voter-এর জনমত সমীক্ষায়?

প্রেক্ষাপট

কলকাতা: মাত্র চারদিন পরই শুরু লোকসভা ভোট (Lok Sabha Election)। দিল্লির (Delhi) মসনদে কাকে দেখতে চান, সেই মত দিতে, EVM-এর সামনে দাঁড়াবেন ভোটাররা। এরাজ্য়ের ৪২ আসনের ক'টি কার দখলে যেতে চলেছে, তা নিয়ে নানামহলে চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া। CAA না সন্দেশখালি, লোকসভা ভোটে কী হতে পারে বড় ফ্যাক্টর? শিক্ষা-পুর-রেশন দুর্নীতির প্রভাব পড়বে বঙ্গে লোকসভা ভোটে? কী উঠে এল C Voter-এর জনমত সমীক্ষায়?  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.