নয়াদিল্লি : নির্বাচনী বন্ডের মাধ্যমে যেসব কোম্পানি রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়েছে তার মধ্যে শীর্ষে থাকা ৩০টি সংস্থার মধ্যে ১৫টির বেশির বিরুদ্ধে চলছিল কেন্দ্রীয় একাধিক সংস্থার তদন্ত। ED, CBI ও IT তাদের বিরুদ্ধে তদন্ত করছিল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। এই সংস্থাগুলির মধ্যে কোনওটিতে তল্লাশি চালানো হয়েছে, তো কোনও সংস্থার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি।


কোন রাজনৈতিক দলের কত অনুদান মিলেছে তা প্রকাশ্যে এসেছে নির্বাচনী বন্ডের তথ্যের মাধ্যমে।



  • সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিজেপি। তাদের প্রাপ্তির পরিমাণ ৬ হাজার ৬০ কোটি টাকা। নির্বাচনী বন্ডে বিজেপির একারই প্রাপ্তি ৪৭.৫ শতাংশ অনুদান।

  • দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। বন্ডে তাদের প্রাপ্তি ১ হাজার ৬০৯ কোটি টাকা। 

  • তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস, নির্বাচনী বন্ডে তাদের প্রাপ্তি ১ হাজার ৪২১ কোটি টাকা। 

  • চতুর্থ স্থানে বিআরএস, বন্ডে প্রাপ্তি ১ হাজার ২১৪ কোটি টাকা।

  • পঞ্চম স্থানে বিজেডি, বন্ডে প্রাপ্তি ৭৭৫ কোটি টাকা।

  • ষষ্ঠ স্থানে ডিএমকে, বন্ডে প্রাপ্তি ৬৩৯ কোটি টাকা।


সবচেয়ে বেশি অনুদান দিয়েছে- ফিউচার গেমিং অ্য়ান্ড হোটেল সার্ভিসেস, মেঘনা ইঞ্জিনিয়ারিং অ্য়ান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড । রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী অনুদান দিয়েছে ভারতী এয়ারটেল, আইটিসি, বেদান্ত। নির্বাচনী অনুদান দিয়েছে ফিনোলেক্স কেবলস, এডেলওয়াইস ফিন্য়ান্স লিমিটেড, জিন্দাল পলি ফিল্মস, জিন্দাল স্টিল। তালিকায় জে কে সিমেন্ট, বাজাজ ফিন্য়ান্স, ডিএলএফ, স্পাইসজেট, মুথুট ফিন্য়ান্স।


নির্বাচনী বন্ড সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য না মেলায় কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নির্বাচনী বন্ডের মাধ্যমে যে কোনও ব্যক্তি বা সংস্থা বেনামে রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে পারে। এই স্কিমের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, গত ৫ বছরের অনুদান সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হবে।


নির্বাচনী কমিশনের আবেদন শোনার সময়, সুপ্রিম কোর্ট বলে, এসবিআই যে তথ্য দিয়েছে তা অসম্পূর্ণ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এসবিআইকে নির্দেশ দিয়েছে, সব নির্বাচনী বন্ডের সংখ্যা জানাতে। সঙ্গে বিস্তারিত তথ্যও। 


শুনানি চলাকালীনই প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এসবিআইয়ের পক্ষে কে এসেছেন ? ওরা বন্ডের সংখ্যা প্রকাশ্যে আনেনি। এসবিআইকেই সেই তথ্য প্রকাশ করতে হবে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে