কলকাতা: আজ পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় আছে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিও। ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে একাধিক বিধি নিষেধ সহ নয়া নিয়মের কথা ঘোষণা করেছে কমিশন।


 


কমিশন জানিয়েছে-


 



  • কোভিড বিধি মেনে হবে ভোটগ্রহণ।


 



  • ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।


 



  • সব ভোটকেন্দ্র হবে একতলায়।


 



  • বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন।


 



  • মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন।


 



  • সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে।


 



  • প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে।


 



  • এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।


 



  • ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে।


 



  • পশ্চিমবঙ্গে ২০২১ সালে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি।


 



  • পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে বিধানসভা ভোট।


 


 



  • পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ।


 



  • পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার।


 


 



  • মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার।


 



  • পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার।


 



  • পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।


 



  • ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।


 



  • বোর্ড পরীক্ষার দিনে কোনও ভোট নয়।


 



  • অসমে ৩ দফায় ১২৬ আসনে বিধানসভা ভোট।


 



  • তামিলনাড়ুতে একদফায় ২৩৪ আসনে বিধানসভা ভোট।


 



  • কেরলে একদফায় ১৪০ আসনে বিধানসভা নির্বাচন।


 



  • পুদুচেরিতে একদফায় ৩০ আসনে বিধানসভা নির্বাচন।


 



  • বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে।