নয়াদিল্লি : প্রায় দেড় মাস ধরে লড়াই । তীব্র গরমের মধ্যেই প্রচার। আবহাওয়ার প্রভাব ভোটের হারে পড়তে পারে বলে একটা আশঙ্কা ছিল। কিন্তু, ভোটদানে এগিয়ে এল বিপুল সংখ্যক মানুষ। আগামী পাঁচ বছরের জন্য নিজেদের মনমতো সরকার নির্বাচনে যে সংখ্যক মানুষ এগিয়ে এসেছে তা একপ্রকার বিশ্বরেকর্ড। প্রায় ৬৪.২ কোটি মানুষ এবার ভোট দিয়েছেন। সোমবার এমনই জানান দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। এর মধ্যে এবছর ভোট দিয়েছেন ৩১.২ কোটি মহিলা। 


গতকাল প্রেস বিবৃতিতে রাজীব কুমার বলেন, 'বিশ্বের সবথেকে বড় নির্বাচনী প্রক্রিয়ায় ৬৮ হাজারের বেশি মনিটরিং দল ও দেড় কোটি ভোট ও নিরাপত্তাকর্মী এবার অংশগ্রহণ করেন। ভারতে এবছর ৩১.২ কোটি মহিলা-সহ প্রায় ৬৪.২ কোটি ভোটার ভোট দিয়েছেন। যা এক অর্থে বিশ্বরেকর্ড। এবার ভোট পরিচালনায় প্রায় ৪ লক্ষ গাড়ি, ১৩৫টি বিশেষ ট্রেন ও ১,৬৯২টি Air Sorties ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে যেখানে ৫৪০টি পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেটা এবার কমে দাঁড়িয়েছে মাত্র ৩৯টিতে। '


এরাজ্যের গণনা-চিত্র


আজ লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন। 


কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।