ABP-CVoter Exit Poll Results 2021 Live : কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
Kerala, Tamilnadu, Assam Exit Poll Results 2021 Live: কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে EXIT POLL?
তামিলনাড়ুতে কোন দল কত ভোট পেতে পারে, সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, DMK আর কংগ্রেস জোট পেতে পারে ৪৬.৭ শতাংশ ভোট। AIADMK ও বিজেপির জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৪.৫ শতাংশ ভোট।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের দল DMK ও কংগ্রেস জোট।বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ১৬০ থেকে ১৭২টি আসন পেয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে DMK আর কংগ্রেস জোট। ৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে AIADMK ও বিজেপির জোট। প্রথমবার ভোটে লড়ে অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মইয়ম অর্থাৎ MNM জিততে পারে ০ থেকে ৪টি আসন। একদা জয়ললিতার ছায়াসঙ্গী, শশীকলার দল আম্মা মাক্কাল মুনেত্রা কজগম বা AMMK-এর ঝুলিতে যেতে পারে ১ থেকে ৫টি আসন।
কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, তারও ইঙ্গিত রয়েছে সি ভোটারের বুথফেরত সমীক্ষায়। অসমে NDA পেতে পারে প্রায় ৪৩ শতাংশ(42.9) ভোট। অন্যদিকে, UPA পেতে পারে প্রায় ৪৯ শতাংশ(48.8) ভোট।
সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, এবার বিজেপি নেতৃত্বাধীন NDA এবং কংগ্রেস নেতৃত্বাধীন UPA-র মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে । সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১২৬ বিধানসভা আসন বিশিষ্ট অসমে ৫৮ থেকে ৭১টি আসনে জয়ী হতে পারে NDA। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন UPA পেতে পারে ৫৩ থেকে ৬৬টি আসন।
ভোট শতাংশের নিরিখেও অনেকটাই এগিয়ে থাকতে পারে NDA। সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে এবার ৪৭ শতাংশের (47.1) বেশি ভোট পেতে পারে NDA। UPA পেতে পারে ৩৪ শতাংশের (34.2) বেশি ভোট। অন্যান্য দলগুলি প্রায় ১৯ শতাংশ (18.7) ভোট পেতে পারে। তবে এ তো সমীক্ষা মাত্র! আসল ফল এখন EVM-বন্দী। যা খুলবে দোসরা মে।
সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পুদুচেরিতে এবার ভোটে জিতে সরকার গড়তে পারে NDA শিবির। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল AINRC, BJP আর ADMK নেতৃত্বাধীন NDA-এর দখলে যেতে পারে ১৯ থেকে ২৩টি আসন। কংগ্রেস ও DMK-র জোট UPA,৬ থেকে ১০টি আসনে জিততে পারে। অন্যান্যরা ১ থেকে ২টি আসনে জিততে পারে বলে সি ভোটারের বুথফেরত সমীক্ষা ইঙ্গিত।
কে কত শতাংশ ভোট পেতে পারে কেরলে?
সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত,
মোট ভোটের প্রায় ৪৩ (৪২.৮) শতাংশ পেতে পারে LDF।
UDF পেতে পারে ৪১ (৪১.৪) শতাংশের বেশি ভোট।
NDA-এর ঝুলিতে প্রায় ১৪ শতাংশ (১৩.৭) ভোট যেতে পারে।
অন্যান্যরা পেতে পারে ২.২ শতাংশ ভোট।
সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ইতিহাস রচিত হবে কেরলে। দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট LDF।
পাশাপাশি এবারও দাগ কাটতে ব্যর্থ হতে পারে বিজেপি।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,
১৪০ আসনের কেরলে সিপিএম নেতৃত্বাধীন LDF ৭১ থেকে ৭৭টি আসনে জয়ী হতে পারে।
কংগ্রেস নেতৃত্বাধীন UDF-এর দখলে যেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন।
তেড়েফুঁড়ে নামলেও, বিজেপির ঝুলিতে সর্বোচ্চ ২টি আসন যেতে পারে।
ভোটের ঠিক আগেই কেন্দ্রশাসিত পুদুচেরিতে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস। বাকি চার রাজ্যের সঙ্গে বিধানসভা ভোট হয়েছে সেখানেও। পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩৩টি। তার মধ্যে ৩ জনকে মনোনীত করে কেন্দ্র।
ভোট হয় বাকি ৩০টি আসনে। অর্থাত্ এই কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যাজিক ফিগার ১৬।
করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে পড়শি রাজ্য অসমে। ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু তার পর থেকে NRC থেকে করোনা, নানা ইস্যুতে শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে ওঠে। তারপর করোনাকালের মধ্যে ভোট হয় উত্তর পূর্বের এই রাজ্যে।
অসমের মোট আসন ১২৬টি। ম্যাজিক ফিগার ৬৪।
কিন্তু কী হতে পারে ভোটের ফল? আগামী পাঁচ বছরের জন্য কাদের দখলে থাকতে চলেছে, অসমের শাসনক্ষমতা?
কেরলের পাশাপাশি করোনা আবহে ভোট হয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে। জয়ললিতার অবর্তমানে তামিলনাড়ুতে মসনদ ধরে রাখার লড়াই চ্যালেঞ্জ ছিল AIADMK-র কাছে। এবার তাঁদের সঙ্গে জোট করেছে বিজেপি।
তামিলনাড়ুর মোট বিধানসভা আসন ২৩৪টি। সরকার গড়তে গেলে প্রয়োজন ১১৮টি বিধানসভা আসন।
এবার কি তামিলনাড়ুতে ক্ষমতা ধরে রাখতে পারবে জয়ললিতার দল? না কি, পরিবর্তন হবে দক্ষিণের এই রাজ্যে?
ভারতে বর্তমানে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। করোনার মধ্যে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, তার অন্যতম দক্ষিণ ভারতের এই রাজ্য।
১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১।
প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতা আসে এই রাজ্যে।
কিন্তু এবার কী হবে?
প্রেক্ষাপট
কলকাতা : পশ্চিমবঙ্গের পাশাপাশি একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে দেশের আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির জনগণ আগামী পাঁচ জন্য কাদের মসনদে বসাবেন সেটাও জানা যাবে ২ মে। তার প্রাক্কালে বুথ ফেরৎ সমীক্ষায় কী উঠে আসছে, ABP-C Voter-এর বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -