নয়াদিল্লি: তৃতীয় বারের জন্য কেন্দ্রে ফের নরেন্দ্র মোদির সরকার। আজ সন্ধে সওয়া ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় শরিক দল TDP এবং JDU-এর উপর নির্ভর করতে হচ্ছে বিজেপি-কে। তবে প্রধানমন্ত্রী হচ্ছেন মোদিই। সেই সঙ্গে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিও নিজেদের হাতেই রাখছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। কে কোন মন্ত্রক পাচ্ছেন, তা আজ সন্ধেয় পরিষ্কার হয়ে যাবে। তবে প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন কত টাকা বেতন পাবেন মোদি এবং সাংসদরা আর কী কী সুবিধা পাবেন, জেনে নিন একনজরে। (Prime Minister Salary)


প্রধানমন্ত্রীর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা


ভারতের প্রধানমন্ত্রী মাসে ১ লক্ষ ৬৬ হাজার বেতন পান। বেতনের পরিকাঠামো অনুযায়ী, ৫০ হাজার টাকা বেসিক, ৩ হাজার টাকা ব্যয়ভাতা, ৪৫ হাজার টাকা সাংসদীয় ভাতা এবং দৈনিক ২০০০ টাকার ভাতা পাবেন মোদি। এর পাশাপাশি, বিশেষ SPG নিরাপত্তা পাবেন মোদি। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য একটি এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান বরাদ্দ থাকে। বিশেষ গাড়িতে চেপেই যাতায়াত করেন। (Indian MPs Salary)


পাশাপাশি, ৭ নম্বর লোককল্যাণ মার্গের সরকারি বাংলোও প্রধানমন্ত্রীর প্রাপ্য, যার বিদ্যুৎ এবং জলের খরচ সরকারেরই। দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর সরকারি সফর, খাওয়াদাওয়ার খরচ সরকারই বহন করে। অবসরের পরও বিনামূল্যে বাসস্থান পান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ, জল, নিরাপত্তার জন্য প্রথম পাঁচ বছর কোনও টাকা দিতে হয় না। সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্য়ে চিকিৎসা করাতে পারেন প্রধানমন্ত্রী। 


সাংসদদের প্রাপ্ত বেতন ও সুবিধা


লোকসভায় মোট সাংসদের সংখ্যা ৫৪৩। এই সাংসদরা মাসে ১ লক্ষ বেতন পান। মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে ২০১৮ সালে সাংসদদের বেতন বৃদ্ধি হয়। এর পরই একধাক্কায় সাংসদদের বেতন ১ লক্ষ বলে ঠিক হয়। এর পাশাপাশি, নিজের সংসদীয় এলাকায় দফতর চালানো থেকে অন্য়ান্য খরচ বাবদ ৭০ হাজার টাকা মেলে। এর পাশাপাশি, মাসে আরও ৬০ হাজার টাকা ভাতা পান। সংসদে অধিবেশন চলাকালীন দৈনিক ২০০০ টাকা খরচ মেলে। মোবাইল ফোন এবং ইন্টারনেট বাবদ বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা পান সাংসদরা। সপরিবারে বছরে ৩৪টি অন্তর্দেশীয় বিমানযাত্রা একেবারে বিনামূল্যে পান সাংসদরা। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত কাজ, ট্রেনের প্রথম শ্রেণিতে বছরভর বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির মাইলেজ অনুযায়ী খরচ চাইতে পারেন। বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান সাংসদরা।


সাংসদ নির্বাচিত হলে সরকারি বাংলোও পান  সাংসদরা। পাঁচ বছরের জন্য ওই বাংলোয় নিখরচায় বসবাস করেন তাঁরা। অভিজ্ঞতার নিরিখে বাংলো, ফ্ল্যাট বা হস্টেলের গুণমান ঠিক হয়। কোনও সাংসদ যদি সরকারি বাংলো না গ্রহণ করেন, সেক্ষেত্রে মাসে ২ লক্ষ টাকা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পেরও অধিকারী সাংসদ এবং তাঁদের পরিবারের লোকজনরা। সরকারি, বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারেন। সংসদে পাঁচ বছরের মেয়াদ পূরণ হলে, মাসে ২৫ হাজার টাকা পেনশন মেলে। যত বাড়তি সময় পদে থাকবেন, তার মধ্যে প্রতি এক বছরের নিরিখে আরও ২০০০ টাকা করে মেলে। 


রাষ্ট্রপতির বেতন ও ভাতা


২০১৮ সালে দেশের রাষ্ট্রপতির বেতনের পরিকাঠামো সংশোধন করা হয়। মাসে ১.৫০ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বেতন পান রাষ্ট্রপতি। পরিবহণের সব মাধ্যমেই পরিবার-সহ নিখরচায় যাতায়াত করতে পারেন। চিকিৎসা এবং সেবা-শুশ্রূষার জন্য় কোনও টাকা খরচ করতে হয় না। নিখরচায় বাংলো, দু'টি ল্যান্ডলাইন ফোন, ইন্টারনেট পরিষেবা, মোবাইল ফোন, ব্যক্তিগত কর্মী রাখতে পারেন। তাঁর বাড়ির খরচখরচাও সরকারই বহন করে। পদে থাকাকালীন যদি রাষ্ট্রপতি মারা যান, সেক্ষেত্রে তাঁর জীবনসঙ্গী অবসরকালে যা পেন হতো রাষ্ট্রপতির, তার অর্ধেক বরাদ্দ হয় পরিবারের জন্য। তাঁর চিকিৎসার খরচও আজীবন সরকারই বহন করবে।


উপরাষ্ট্রপতির বেতন ও সুযোগ-সুবিধা


একই ভাবে দেশের উপরাষ্ট্রপতির মাসিক বেতন ১.২৫ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে। তাঁর বাংলো, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, চিকিৎসা, যাতায়াত, ফোন, মোবাইল, ইন্টারনেট পরিষেবার খরচও সরকার বহন করে। অবসরের পর উপরাষ্ট্রপতি ব্যক্তিগত সচিব, অতিরিক্ত সচিব, সহকারী, দু'জন পিওন রাখতে পারেন। সেই খরচও সরকার বহন করবে।


আরও পড়ুন: Sukanta Majumdar: প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত