কলকাতা: যাদবপুরে- (Jadavpur) এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। 


ECI ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ, সায়নী ঘোষের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৬৬৭১৭। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর থেকে ২১৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রয়েছেন তৃতীয় স্থানে। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২৩৩০৩। সকাল ১১টা নাগাদ ৩৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন সায়নী। 


গত লোকসভা ভোটেও যাদবপুর আসনে জয় পেয়েছিল তৃণমূল। সেবারেও দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। সিপিএম নেমে গিয়েছিল তৃতীয় স্থানে। 


যত সময় গিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ভোট গণনা যত এগিয়েছে ততই যেন একপেশে হয়েছে যাদবপুরের ভোট গণনা। যত রাউন্ড এগিয়েছে ততই বেড়েছে সায়নীর ভোটের মার্জিন। যাদবপুর (Jadavpur Lok Sabha Election Result) নিয়ে আশা ছিল সিপিএমের (CPIM) অন্দরমহলে। কিন্তু ভোটের গণনায় দেখা গেল সেভাবেই ছাপই ফেলতে পারেনি সিপিএম। বরং এই লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে গিয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। গত লোকসভা ভোটের তুলনায় অবশ্য তেমন একটা পরিবর্তন হয়নি। কারণ গত লোকসভা ভোটেও যাদবপুর কেন্দ্রে তৃতীয় স্থানে শেষ করেছিল সিপিএম। তবে এবারের লড়াইটা একটু অন্যরকম ছিল। কারণ, এই আসনে প্রার্থী নিয়ে সিপিএমের সঙ্গে টানাপড়েন হয়েছিল আইএসএফ-এর। আইএসএফ-এর তরফে জানানো হয়েছিল এই আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্য দাঁড়ালে তারা প্রার্থী দেবে না। যদিও সেই সমঝোতা আর হয়নি। এই কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে সিপিএম, সমর্থন করে কংগ্রেস। আলাদা প্রার্থী দেয় আইএসএফ। যদিও ভোটের যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে, আলাদা করে ছাপ ফেলতে পারেনি আইএসএফ। 

তৃণমূলের সায়নী ঘোষ আড়াই লক্ষেরও বেশি ভোটে পিছনে ফেলেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। তাঁর প্রাপ্ত ভোট, সাত লক্ষের একটু বেশি। বিজেপির দখলে গিয়েছে সাড়ে চার লক্ষ ভোটের আশপাশে। সিপিএমের ঝুলিতে গিয়েছে আড়াই লক্ষ ভোটের একটু কম।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস