লখনউ: সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টির জোটকে ‘জাতপাতগন্ধী’ বলায় নরেন্দ্র মোদিকে পাল্টা মায়াবতীর। প্রধানমন্ত্রীর কটাক্ষকে ‘অপরিণত’, ‘হাস্যকর’ বলেছেন তিনি। উত্তরপ্রদেশে ভোটপ্রচারে সপা-বসপা জোট জাতপাতের রাজনীতিতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ তোলেন মোদি। জবাবে মায়াবতী ট্যুইট করেছেন, বিজেপি যে ধরনের ভাষা ব্যবহার করছে, তাতেই পরিষ্কার, ওরা ‘ভোটে হার নিশ্চিত’, এটা বুঝতে পেরেছে, ‘হতাশ হয়ে’ ভিত্তিহীন, অসার অভিযোগ করছে। বিজেপি ক্ষমতায় ফিরছে না, মোদির ফের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও পূরণ হবে না বলেও দাবি করেন তিনি।




মায়াবতী বলেছেন, আমাদের জোট জাতপাতগন্ধী, এই অভিযোগ শুধু হাস্যকরই নয়, অপরিণতমনস্কও। নরেন্দ্র মোদি জন্মসূত্রে পিছিয়ে পড়া সম্প্রদায়ের নন, তিনি জাতপাতের যন্ত্রণা টের পাননি। জোট সম্পর্কে এমন মন্তব্য সঠিক নয়, তা এড়ানোই উচিত ছিল।
মায়াবতী আরও লিখেছেন, মোদিই নিজেকে ‘জবরদস্তি কা পিছড়া’ (পিছিয়ে পড়া) বলে জাতপাতে ইন্ধন জোগাচ্ছেন। তিনি জন্মসূত্রে পিছিয়ে পড়া হলে আরএসএস তাঁকে প্রধানমন্ত্রী হতেই দিত না। কল্যাণ সিংহের মতো নেতাদের সঙ্গে আরএসএস কী করেছে, তা সবাই জানেন।
জোটের নিন্দা, সমালোচনা না করে মোদির গুজরাতের দিকে তাকানো উচিত বলেও অভিমত জানান মায়াবতী। বলেন, আমি জানতে পেরেছি, ওখানে দলিতরা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন না। দলিত বলে এক ব্যক্তিকে তাঁর বিয়ের সময় ঘোড়ায় চড়তে দেওয়া হয়নি। গুজরাতে দলিতদের ওপর অত্যাচার চলছে।