তেলঙ্গনা: ৪০ বছর ধরে দেশের সরকারে থেকেও কিছু করেনি কংগ্রেস সরকার। গরিবি হঠাওয়ের কথা বললেও দেশে কংগ্রেস আমলেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, গরিবরা শোষিত হয়েছে। মহারাষ্ট্র থেকে মোদি যখন  কংগ্রেস সভাপতিকে এমনই কড়া আক্রমণে বিঁধছেন, তখন তেলঙ্গনা থেকে মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করতে নজরকাড়া ঘোষণা করলেন রাহুল গাঁধী।


নগরকুর্নুল লোকসভা কেন্দ্রে প্রচারে এসে কংগ্রেস সভাপতি বললেন, ন্যায় প্রকল্পের টাকা (বছরে ৭২ হাজার টাকা, প্রতি মাসে ৬ হাজার) জমা হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তিনি বলেন “মহিলাদের অ্যাকাউন্টেই এই টাকা জমা হবে। মাসের শেষে পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এতে কোটি কোটি মহিলা উপকৃত হবে এবং ভারত নিজের পায়ে দাঁড়াবে।”


এদিনের সভা থেকে নরেন্দ্র মোদির চৌকিদারি’র সমালোচনাও করতে শোনা যায় তাঁকে। জিএসটি, বিমুদ্রাকরণের মতো সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রাহুল অভিযোগ করেন, মোদি জমানায় ভারতীয় অর্থনীতি বিকারগ্রস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়েও এনডিএ সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সভাপতি। ইউপিএ আমলেই ৩৩ শতাংশ আসন কেবল মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। সংসদের উভয় কক্ষে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। এমনকি কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রেও এই সংরক্ষণ করেছে ইউপিএ সরকার। এদিন এভাবেই কংগ্রেস সরকারের কাজের কথা তুলে ধরে নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়েছেন রাহুল গাঁধী।