নয়াদিল্লি: রাহুল গাঁধীর নাগরিকত্ব কোথাকার, তদন্ত করে দেখার আবেদন জানিয়ে দায়ের হওয়া পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সভাপতিকে ব্রিটেনের একটি কোম্পানির নথিতে ব্রিটিশ নাগরিক বলে দেখানো হয়েছে, এই যুক্তিতে তাঁকে নির্বাচনে লড়া থেকে বিরত রাখুক আদালত, এমন আবেদনও করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করেছে। প্রধান বিচারপতি বলেছেন, কোনও একটি সংস্থা কোনও ভাবে রাহুল গাঁধীকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছে বলেই কি তিনি ব্রিটেনের লোক হয়ে গেলেন?
রাহুলের নাগরিকত্ব প্রশ্নের নিরসন হওয়া পর্যন্ত তাঁর লোকসভা ভোটে লড়া বন্ধ রাখতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছিল পিটিশনে।
বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতিদ্বয় দীপক গুপ্তা ও সঞ্জীব খন্না। পিটিশনাররা সওয়াল করেছিলেন, ২০০৫-০৬ এ ব্রিটেনের একটি কোম্পানির বার্ষিক আয়ব্যয়ের নথিতে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক বলে দেখানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগেই রাহুলকে নাগরিকত্ব বিতর্ক নিয়ে নোটিস দিয়ে তাঁর বক্তব্য, অবস্থান জানতে চেয়েছিল। রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রাহুল ব্রিটেনের নাগরিক বলে অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ নাগরিক! রাহুলকে ভোটে লড়া থেকে বিরত রাখার দাবিতে পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2019 12:35 PM (IST)
প্রধান বিচারপতি বলেছেন, কোনও একটি সংস্থা কোনও ভাবে রাহুল গাঁধীকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছে বলেই কি তিনি ব্রিটেনের লোক হয়ে গেলেন?
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -