নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গাঁধী বঢড়াকে ব্যক্তি আক্রমণ করে  সমালোচনার সম্মুখীন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। রাহুল গাঁধী ‘পাপ্পু’ আর ‘পাপ্পুর পাপ্পি’ হল প্রিয়াঙ্কা! গৌতম বুদ্ধ নগরে প্রচারে গিয়ে এমনই বেলাগাম বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। এছাড়াও মহেশ শর্মার নিজের লোকসভা কেন্দ্র সেকেন্দ্রাবাদেও ছড়িয়ে পড়েছে আরও একটি ভিডিও, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদব সহ আরও একাধিক বিজেপি বিরোধী নেতাকে বেনজির আক্রমণ করতে শোনা যাচ্ছে তাঁকে। ওই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।


অতীতে বহুবার কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে ‘পাপ্পু’ বলতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। গেরুয়া শিবিরের নেতাদের আক্রমণ থেকে ছাড় পাননি প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢড়াও। যা প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। এবার গাঁধী পরিবারে মেয়ে প্রিয়াঙ্কাও চলে এলেন বিজেপি নেতাদের নিশানায়।


এবারের লোকসভায় প্রিয়াঙ্কাকে সহযোদ্ধা করে ময়দানি লড়াইয়ে নেমেছেন রাহুল গাঁধী। আমেঠি ও রায়বরেলির বাইরে উত্তরপ্রদেশের অনেক আসনে এবার প্রিয়াঙ্কাই কংগ্রেসের মার্গদর্শক। এমনকি প্রধানমন্ত্রীর জেতা আসন বারাণসীতেও দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। শোনা যাচ্ছিল, তিনি হয়ত এবার ভোটেও লড়বেন। এমন অবস্থায় ইন্দিরা গাঁধীর নাতনিকে প্রথম থেকেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইছে শাসক দল। আর সেটা করতে গিয়েই বেনজির ও বেলাগাম বক্তব্য বেরিয়ে আসছে বিজেপি নেতাদের মুখ থেকে।


গৌতম বুদ্ধ নগরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “পাপ্পু বলছে ও প্রধানমন্ত্রী হবে। মায়াবতী, অখিলেশ যাদব, পাপ্পু... এবার লাইনে চলে এল পাপ্পুর পাপ্পিও।” মহেশ শর্মার এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তার আগে যে ভিডিয়ো নিয়ে চর্চা চলছিল, সেখানে তিনি সরাসরি আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আক্রমণ করতে ছাড়েননি কর্ণাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকেও। এই দুই বিজেপি বিরোধী নেতাকে নিয়ে মহেশ শর্মার মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কত্থক নাচবেন, কুমারস্বামী গান গাইবেন, কে দেখতে যাবে? তাঁদের হাতে কেবল ৭২টা (পশ্চিমব্ঙ্গে ৪২, কর্ণাটকে ৩০) আসন রয়েছে। তাঁরা কীভাবে দুশোর বেশি আসন জিতবে?”


কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা ধীরজ গুর্জর। তিনি বলেন, “তাঁর চিন্তাভাবনা যেমন, তিনি সেই ভাবেই কথা বলছেন। এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও মহিলাদের নিয়ে কটূক্তি করছেন তিনি। যা নিন্দনীয়।”