কলকাতা: লোকসভা নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ভোট-যুদ্ধ শিয়রে। সব দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসন কার দখলে যাবে, সম্ভাব্য ফলাফল জানতে জনমত সমীক্ষার মাধ্যমে একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে এবিপি আনন্দ।


এক নজরে দেখে নেওয়া যাক ‘দ্য নিয়েলসেন’-এর করা সেই জনমত সমীক্ষার ফল--


২০১৪ সালের নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৩১টি আসনে জয়ী হতে পারে রাজ্যের শাসক দল। অর্থাৎ, গতবারের তুলনায় ৩টি আসন খোয়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল।


২০১৪ সালের নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে মাত্র ২টি আসনে জয়ী বয়েছিল বিজেপি। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৮টি আসনে জিততে পারে গেরুয়া শিবির। অর্থাৎ, মোট ৬টি আসন লাভ করতে চলেছে কেন্দ্রের শাসক দল।


২০১৪ সালের নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৩টি আসনে জিততে পারে তারা। অর্থাৎ, গতবারের তুলনায় একটি আসন খোয়াতে পারে রাহুল-গাঁধী নেতৃত্বাধীন দলটি।


২০১৪ সালের নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে বামেরা পেয়েছিল ২টি আসন। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার একটিও আসনে জিততে পারবে না। অর্থাৎ, আসন্ন নির্বাচনে বামেদের প্রাপ্তির ভাড়ার শূন্য।


‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনের নিরিখে কোন আসন ধরে রাখতে পারে কোন দল, কোনটাই বা হতে পারে হাতছাড়া দেখে নেওয়া যাক--


কেন্দ্র                           ২০১৪ (জয়ী)      ২০১৯ (সম্ভাব্য জয়ী)



কোচবিহার                          তৃণমূল                    তৃণমূল


আলিপুরদুয়ার                      তৃণমূল                   বিজেপি


জলপাইগুড়ি                        তৃণমূল                    তৃণমূল


দার্জিলিং                            বিজেপি                    বিজেপি


রায়গঞ্জ                             বামফ্রন্ট                   বিজেপি


বালুরঘাট                          তৃণমূল                    বিজেপি


মালদা উত্তর                     কংগ্রেস                     তৃণমূল


মালদা দক্ষিণ                    কংগ্রেস                    কংগ্রেস


জঙ্গিপুর                           কংগ্রেস                    কংগ্রেস


বহরমপুর                       কংগ্রেস                     কংগ্রেস


মুর্শিদাবাদ                      বামফ্রন্ট                    তৃণমূল


কৃষ্ণনগর                        তৃণমূল                    বিজেপি


রানাঘাট                         তৃণমূল                    তৃণমূল


বনগাঁ                             তৃণমূল                   বিজেপি


ব্যারাকপুর                      তৃণমূল                 বিজেপি


দমদম                            তৃণমূল                  তৃণমূল


বারাসাত                        তৃণমূল                  তৃণমূল


বসিরহাট                        তৃণমূল                   তৃণমূল


জয়নগর                         তৃণমূল                  তৃণমূল


মথুরাপুর                         তৃণমূল                 তৃণমূল


ডায়মন্ড হারবার             তৃণমূল                  তৃণমূল


যাদবপুর                           তৃণমূল                তৃণমূল


কলকাতা দক্ষিণ                 তৃণমূল                তৃণমূল


কলকাতা উত্তর                  তৃণমূল                তৃণমূল


হাওড়া                              তৃণমূল                তৃণমূল


উলুবেড়িয়া                        তৃণমূল                তৃণমূল


শ্রীরামপুর                          তৃণমূল                 তৃণমূল


হুগলি                                তৃণমূল                 তৃণমূল


আরামবাগ                         তৃণমূল                তৃণমূল


তমলুক                              তৃণমূল                তৃণমূল


কাঁথি                                 তৃণমূল                 তৃণমূল


ঘাটাল                                তৃণমূল                 তৃণমূল


ঝাড়গ্রাম                            তৃণমূল                 তৃণমূল


মেদিনীপুর                          তৃণমূল                তৃণমূল


পুরুলিয়া                             তৃণমূল               তৃণমূল


বাঁকুড়া                                তৃণমূল              তৃণমূল


বিষ্ণুপুর                               তৃণমূল             তৃণমূল


বর্ধমান পূর্ব                          তৃণমূল             তৃণমূল


বর্ধমান দুর্গাপুর                    তৃণমূল            তৃণমূল


আসানসোল                          বিজেপি            বিজেপি


বোলপুর                               তৃণমূল            তৃণমূল


বীরভূম                               তৃণমূল             তৃণমূল


এবার দেখে নেওয়া যাক, জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের নিরিখে আসন্ন লোকলভা নির্বাচনে কোন দলের ভোট শতাংশের হার কী হতে পারে---


২০১৪ সালে তৃণমূল পেয়েছিল ৩৯.৩ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৭ শতাংশ ভোট। অর্থাৎ, রাজ্যের শাসক দলের ভোট শতাংশ কিছুটা কমতে পারে।


২০১৪ সালে বিজেপি পেয়েছিল ১৭.৪ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। অর্থাৎ, রাজ্যের প্রধান বিরোধী দলের ভোট শতাংশ বেশ অনেকটাই বৃদ্ধি পেতে পারে।


২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল ১০.১ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯ শতাংশ ভোট। অর্থাৎ, কংগ্রেসের ভোট শতাংশ সামান্য কমতে পারে।


২০১৪ সালে বামফ্রন্ট পেয়েছিল ২৯.৬ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে বামফ্রন্ট পেতে পারে ২৪ শতাংশ ভোট। অর্থাৎ, ভোট শতাংশেও বেশ বড় ক্ষতি হতে পারে বামেদের।


২০১৪ সালে নির্দল ও অন্যান্যরা পেয়েছিল ৩.৬ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে নির্দল ও অন্যান্যরা পেতে পারে ৪ শতাংশ ভোট।