হেমতাবাদ : 'যাকে গ্রেফতার করবে তাঁর বাড়ির লোককেই এজেন্ট বসাবেন।' ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রতিবাদে সুর চড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেমতাবাদের সভা (Hemtabad Rally) থেকে গ্রেফতারি নিয়ে কড়া আক্রমণ শানালেন মোদির বিরুদ্ধেও।
সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে দুই তৃণমূল নেতাকে আটক করে নিয়ে আসার সময় NIA-র গাড়িতে হামলা, ইট, পাথরবৃষ্টি, ভাঙা হল পুলিশের স্টিকার লাগানো গাড়ির কাচ। মাথা ফাটল NIA আধিকারিকের। NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে তলব এড়ানো দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, সকাল ৬টা নাগাদ তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ। পুলিশের দাবি, অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই NIA-র একটি দল গ্রামে পৌঁছে যায়। তখনই এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে গুরুতর আঘাত, সরকারি সম্পত্তি নষ্ট, মারধর, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
ভূপতিনগরে বিস্ফোরণ-মামলায় তলব এড়ানো দুই তৃণমূল নেতা, কর্মীকে গ্রেফতার করেছে NIA। ধৃত বলাইচরণ মাইতি তৃণমূলের অঞ্চল সভাপতি, আরেক ধৃত মনোব্রত জানা স্থানীয় তৃণমূল নেতা। এর আগে দু’জনকে ২ বার তলব করে NIA। দু’জনেই হাজিরা এড়িয়েছিলেন। ধৃত বলাইচরণের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় NIA। বাড়িতে ঢুকেই সবকটি দরজা বন্ধ করে দেন তদন্তকারীরা। নিয়ে নেওয়া হয় তৃণমূল নেতার পরিবারের সবকটি মোবাইল ফোন। তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করেননি এবং তাঁদের বাড়ির সামনে NIA-র ওপর কোনও হামলা হয়নি বলে দাবি করেছেন ধৃত বলাইচরণের স্ত্রী।
এই ঘটনার প্রতিবাদে এদিন হেমতাবাদের সভা থেকে সরব হন মমতা। তিনি প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেন। বলেন, "সত্যি যদি মোদিবাবু জয়ের ব্যাপারে এত আত্মবিশ্বাসী হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন ? কেন অরবিন্দকে গ্রেফতার করছেন ? কেন আদিবাসী নেতা হেমন্তকে গ্রেফতার করছেন ? কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেফতার করছেন ? আমাদের ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্টদের গ্রেফতার করছেন। এজেন্টদের গ্রেফতার করছেন। আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর আপনি গ্রেফতার করে নিলে আপনার বাক্সে ভোট পড়ে যাবে ? আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে, বাড়ির মা-বোনেরা এজেন্ট হয়ে বসবেন। বিজেপি যাতে একটাও বাজে ভোট দিতে না পারে সেটা লক্ষ্য রাখবেন। এখন থেকে তিনটি-চারটি স্তর রেডি করুন। আমাদের অনেক কর্মী আছেন। একজনকে গ্রেফতার করলে তাঁর জন্য আমায় লড়াই করতে হবে। মানুষের ওপর অত্যাচার হলে এফআইআর করতে হবে। ওরা ভগবান নয়। যাকে গ্রেফতার করবে তাঁর বাড়ির লোককেই এজেন্ট বসাবেন। এই করে তৃণমূলকে কোনো দিন রোখা যায়নি। আর যাবেও না।"
২০২২-এর ২ ডিসেম্বর, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে, ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় এক তৃণমূল নেতার বাড়ি। তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনার তদন্ত করছে NIA।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।