পশ্চিম মেদিনীপুর: পিংলার সভা থেকে 'বাংলার বাড়ি' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। এদিন তিনি বলেন, '১১ লক্ষ মানুষের বাড়ি তৈরি জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবেন।'


'..টাকাও বাংলার সরকার দেবে'


এদিন মমতা বলেন,' ১০০ দিনের কাজের টাকা দিয়েছিল ? দেয়নি। ১০০ দিনের কাজের টাকা আমরা দিয়েছি। তাই বিজেপিকে একটাও ভোট নয়। কেন্দ্রের কাছে আমরা মাথা নত করব না। কোনও দুর্নীতি নেই। এটা বিজেপির প্ল্যান। আমরা কর্মশ্রী চালু করছি। ৫০ দিনের কাজের গ্যারান্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন।টাকাও বাংলার সরকার দেবে।' 


'আমরা ৪৩ লক্ষ বাড়ি, এই বারো বছরে করে দিয়েছি,কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি..'


তিনি বলেন, 'আমরা ৪৩ লক্ষ বাড়ি, এই বারো বছরে করে দিয়েছি। কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। তাঁরা করে দেয়নি। ৩৫০টা কেন্দ্রীয় টিম এসেছে। এবং বলেছে এনকোয়ারি করব। আমরা বলেছি , করো।  এনকোয়ারি করেছে। মিটিং করেছে। রিপোর্ট করেছে। কিন্তু ইলেকশনের আগে দেওয়া তালিকা নিয়ে বলছে, আপনারা ফের আবেদন করুন। আপানাকে পরে দেবো। আমি বলি , আপনাকে দেওয়ার দরকার নেই। বাংলার মানুষ মাথা নত করে না।'


'বাংলার বাড়ি..', নিয়ে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর


এরপরেই সেই গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন,' আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে , ১১ লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন-চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি , মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিয়ে দেব। ঘর নিজেরা তৈরি করে নেবেন। বাংলার বাড়ি। কারও দয়া পেতে হবে না। কারও দয়া চাইতে হবে না। খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন কোনও অধিকার পায়নি। জমির সমস্যা ছিল। লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি। 


আরও পড়ুন, প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মধ্যেই মালদায় নিয়োগ-নির্দেশ, কত জন পাচ্ছেন চাকরি ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।