শুভেন্দু ভট্টাচার্য, সনৎ ঝা ও বাচ্চু দাস,শিলিগুড়ি: পরিশ্রুত পানীয় জলেই মিশে আছে, বর্জ্য ও ব্যাকটেরিয়া ( Siliguri  Drinking Water Pollution)। শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, পরীক্ষায় এই তথ্য ধরা পড়ার পরই জল খেতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। 'আগের পাপের বোঝা বইছি, নীলকণ্ঠ হতে হচ্ছে', নাম না করে প্রাক্তন মেয়রকে নিশানা করলেন গৌতম দেব। 'পাপের স্রষ্টা আপনি, দায় আপনাকেই নিতে হবে', বর্তমানকে পাল্টা জবাব দিলেন প্রাক্তন। জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি বিজেপির (BJP)। 




মেয়রদের পদত্যাগের দাবিতে পুরসভা অভিযান বিজেপির। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। শিলিগুড়িবাসীকে বিষাক্ত জল খাইয়েছে তৃণমূলের পুরবোর্ড, তাই অবিলম্বে পদত্যাগ করতে হবে মেয়রকে। এই দাবিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে শুক্রবার ধুন্ধুমার বাধল শিলিগুড়িতে। পানীয় জলের জন্য শুরু হয়েছে হাহাকার। জল কিনতে দোকানে দোকানে পড়েছে লম্বা লাইন। এই পরিস্থিতিতে শুক্রবার পুরসভা অভিযানের ডাক দেয় বিজেপি। পুলিশি বাধার মধ্যে বাধে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, বেশ কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন, পুরসভার জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। 




 
শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, গত ১৫ দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবারহ করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায়, সরবরাহ করা জলের মধ্যে Biochemical Oxygen Demand বা BOD- র পরিমাণ প্রতি লিটারে ২ দশমিক ৯ মিলিগ্রাম। কী এই BOD? জলের মধ্যে থাকা বর্জ্য পদার্থকে পচানোর জন্য অণুজীবের যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তার পরিমাপ। পানীয় জলে যদি বর্জ্য থাকে তবে এই বর্জ্য পচানোর জন্য প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তাদের জন্য অক্সিজেনের পরিমাণও বেশি লাগে।




মহানন্দার জলে বর্জ্যের পরিমাণ ছিল প্রতি লিটারে ৭ মিলিগ্রাম। শোধন করার পর তার শূন্য থাকার কথা। কিন্তু ছিল ২.৯। এই প্রেক্ষিতেই বুধবার, পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানান মেয়র।গত ২৯ তারিখেই শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বাসিন্দাদের আবেদন জানিয়ে বলেন, প্রায় গত ১৫ দিন ধরে যে পানীয় জল সরবরাহ করা হয়েছে, তা দূষিত। তাই এই জল যেন এখন থেকে আর কেউ পান না করেন। মেয়রের কথায়, 'আপনারা এই জল খাবেন না। আমার অনুরোধ।'  এই ঘটনার জন্য তিনি শহরবাসীর কাছে মার্জনা চেয়েছেন। 




আরও পড়ুন, ভোটের মুখে TMC-ISF সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে আহত একাধিক, আশঙ্কাজনক ২


এদিকে অভিযোগের আঙুল উঠতেই ঘটনায় আগের পুরবোর্ডের ঘাড়ে দোষ চাপিয়ে মেয়র গৌতম দেব দাবি করেন, আগের পাপের ফল ভোগ করতে হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন মেয়রও। শিলিগুড়ির প্রাক্তন মেয়র  অশোক ভট্টাচার্য বলেন, পরিস্থিতি সামাল দিতে, বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠাচ্ছে পুরসভা। TMCP-র ব্যানারে গাড়ি থেকে পানীয় জল দেওয়া হচ্ছে বাসিন্দাদের। 




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।