পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ (Nandigram Blast)। বিস্ফোরণে জখম ৩ জন, দাবি পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি ১।


বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল, পাল্টা বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী (Central Force)। গত সপ্তাহে সবে ভোট মিটেছে। গতকাল ফল বেরিয়েছে। এরই মধ্য়ে কোথাও বোমাবাজি, কোথাও বাড়িতে হামলা। ভোটের রেজাল্টের পরই একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে পরপর বোমা, মধ্য়মগ্রামে একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভাটপাড়ায় 'বোমাবাজি'বিজেপি কর্মীর বাড়িতে হামলার পরই মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।


কোথাও পড়েছে বোমা। কোথাও আবার বিজেপি কর্মীর বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহ পরাজিত হওয়ার পরই, মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে, এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে বোমাবাজির ঘটনা ঘটে। ৪টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। 


অভিযোগকারী বিজেপি কর্মীর মা বলেন, '৪টে বোমা মেরেছে। আমরা কী করব, বুঝেই উঠতে পারছিলাম না। আমার যাকে ইচ্ছে, তাকে ভোট দেব।' বোমা কারা ছুড়েছে? তাঁরা কোন পার্টির? প্রশ্ন করতেই তিনি বলেন, 'তৃণমূল করে। বড় ছেলেকে বলছে, কোনওদিন যদি আসিস, গুলি মেরে দেব। পুলিশ এসেছিল, চলেও গেছে। খুব ভয়ে আছি। যে কোনও মুহূর্তে কিছু দুর্ঘটনা ঘটাতে পারে। গরিব মানুষ। আমরা ইনসাফ চাই।' ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।