নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক দলগুলিকে বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের। কোনও প্রার্থীর বিরুদ্ধে তিনটির বেশি অপরাধ মামলা থাকলে, সংবাদপত্রে তিন বার বিজ্ঞান দিতে হবে। কমিশন জানিয়েছে, অপরাধের রেকর্ড থাকা সত্ত্বেও ওই প্রার্থীকে কেন বাছা হল, যুক্তিযুক্ত কারণ জানাতে হবে। (Lok Sabha Elections 2024) অর্থাৎ অপরাধের রেকর্ড থাকা প্রার্থীদের ব্যাপারে কড়া অবস্থান নেওয়ার বার্তা দিল কমিশন। যদিও এতে আদৌ কোনও কাজ হবে কি না, সেব্যাপারে সন্দিগ্ধ বিশেষজ্ঞ মহল।


শনিবার দিল্লির বিজ্ঞানভবনে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় এই মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশবার রাজীব কুমার। তিনি জানান, এলাকার প্রার্থীর হলফনামা দেখতে পাবেন সাধারণ মানুষও। দেখা যাবে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া অপরাধ মামলার রেকর্ডও। cVigil App-এর মাধ্যমে ভোটাররা প্রার্থী অপরাধের রেকর্ড দেখতে পাবেন। নির্বাচনী বিধিভঙ্গের রেকর্ডও দেখা যাবে। জানা যাবে তাঁদের সম্পত্তির পরিমাণও। VHA অ্যাপের মাধ্যমে পোলিং বুথ সংক্রান্ত তথ্য মিলবে এবং অনলাইন ফর্ম ভরা যাবে। (Election Commission) 


এদিন রাজীব কুমার জানান, কোনও প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা থাকলে, তাঁকে তিন বার সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলে নিজের পক্ষ তপলে ধরতে হবে। নির্দিষ্ট কেন্দ্র কেন অপরাধের রেকর্ড থাকা প্রার্থীকে নামানো হল, সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এর জবাব দিতে হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। 


আরও পড়ুন: Lok Sabha Election 2024: নতুন ভোটার ? ভোটের দিন খেয়াল রাখুন ৫ বিষয়ে


কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করতে হলে নাগরিকদের যোগদান জরুরি। cVigil অ্যাপের মাধ্যমে নাগরিকরা অভিযোগ-অনুযোগ জানানো যাবে। কোথাও যদি টাকা দিয়ে ভোট কেনার ঘটনা চোখে পড়ে, প্রচার সীমা লঙ্ঘন করছে বলে মনে হলে, ছবি তুলে পাঠাতে বলা হয়েছে। মোবাইল ফোন ট্র্যাক করে ওই জায়গায় পৌঁছে যাবে কমিশন।


জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এ বছর সাত দফায় ভোটগ্রহণ হবে ৫৪৩টি লোকসভা আসনে। নির্বাচন শেষ হবে ১ জুন।  ৪ জুন ফল ঘোষণা হবে।  উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। ২৬ এপ্রিল স্ক্রুটিনি। ২৯ এপ্রিল মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোই লক্ষ্য বলে জানিয়েছে কমিশন।