অরিন্দম সেন , আলিপুরদুয়ার: বিশ্বের সবচেয়ে গণতন্ত্র ভারত। এখানে যখনই কোনও নির্বাচন হয়- বিশেষ করে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তখনই দেখা যায়, ভারতের নানা দুর্গম এলাকায় পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। যত দুর্গম এলাকাই হোক না কেন, ঠিক সময়ে সেখানে ভোটগ্রহণের কাজ করাতে পৌঁছে যান আমাদের দেশের ভোটকর্মীরা। এবার তেমনই ছবি দেখা গেল বাংলায়। রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ভোটকর্মীদের এমন কাজের ভিডিও এখন ভাইরাল।
আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি (Kalchini) ব্লকের মধ্যে রয়েছে বক্সাদুয়ার পাহাড় এবং চুনাভাটি। এখানে দুটি বুথ রয়েছে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৩ হাজার ফিট উঁচুতে রয়েছে এই দুটি বুথ। এর মধ্যে একটি বক্সাদুয়ার বিএফপি স্কুলে ৭৮০ জন ভোটার রয়েছেন। সেখানেই পাহাড়ি রুটে হাঁটা পথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী বয়ে নিয়ে গেলেন পোর্টাররা।
এখানকার ভোট কর্মীদের জন্য স্পেশাল ব্যবস্থাও রেখেছে নির্বাচন কমিশন (Election Commission)। যেমন, এখন যা পরিস্থিতি তাতে পাহাড়ি পরিবেশে যে কোনও সময় পড়তে হতে পারে কালবৈশাখির কবলে। সেই কারণে ইভিএমের জন্য রেইন জ্যাকেট দেওয়া হয়েছে। ভোট কর্মীদের পাহাড়ি পথে ট্রেক করে যাওয়ার সুবিধার জন্য বিশেষ লাঠি দেওয়া হয়েছে। অন্ধকার এলাকার জন্য ভোটকর্মীদের টর্চ দেওয়া থাকছে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক ধরে না। মোবাইল নেটওয়ার্কের সীমানার বাইরে থাকায় বিশেষ ধরনের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে। যাতে বক্সা ও চুনাভাটি এই দুই বুথের ভোটকর্মীরা যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পাহাড়ি এই দুর্গম পথে ট্রেক করে ইভিএম নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল বেশ কয়েকজন পোর্টারের।
সম্প্রতি ভোটকর্মীদের এমনই একটি ভিডিও সামনে এসেছিল। জায়গাটা অরুণাচল প্রদেশের সিয়াং জেলা। ওই এলাকা অত্যন্ত দুর্গম। সেই এলাকায় যে নাগরিকরা বসবাস করেন তাঁরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার জন্য নির্বাচন কমিশন বারবার তৎপরতা দেখিয়েছে। বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এই ভিডিওতে দেখা গিয়েছে, সিয়াং জেলায় দুর্গম এলাকায় পাহাড় চড়ছেন ভোটকর্মীরা। কোনও যন্ত্রপাতি ছাড়াই গাছের শিকড় ধরে পাহাড়ে উঠতে দেখা গিয়েছে ভোটকর্মীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক