কলকাতা : EVM নিয়ে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীদের একাংশ। এনিয়ে জাতীয় রাজনীতিতে কম জলঘোলা হয়নি । এই পরিস্থিতিতে আজ ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় ফের একবার উঠে এল Electronic Voting Machines-এর প্রসঙ্গ। এ প্রসঙ্গে বলতে গিয়ে শায়েরি করে খোঁচা দিতে ছাড়লেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর বক্তব্য অনুযায়ী, কিছু রাজনৈতিক দল অভিযোগ করে EVM বিকৃত করা হয়েছে। ফলে, ফলও জাল ! কিন্তু, তারা নিজেদের বক্তব্যে অটল থাকে না, যদি ফল তাদের পক্ষে চলে যায়।


EVM-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাতেই ভাবছিলাম, ইভিএম নিয়ে কিছু প্রশ্ন তো আসবেই। তাই নিজের হাতে কিছু লিখি। সেটা আপনাদের শোনাচ্ছি।" এরপরই শায়েরি শোনা যায় তাঁর মুখে। যা শুনে সাংবাদিক মহলে হাসির কলরব ওঠে। রাজীব কুমার বলেন, "১০০ শতাংশ নিরাপদ EVM। আমরা এখন এবিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত। গত ২ বছরে আমরা একাধিক সংশোধনী এনেছি। যে বুথে যে EVM যাবে, তার নম্বর প্রার্থীকে দেওয়া হবে। তাই কোনো সমস্যা নেই।"


বেজে গেছে লোকসভা ভোটের ঘণ্টা ! ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ! চলবে ৭ দফায়। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার সময় মুখ্য নির্বাচন কমিশনারের মুখে বারবার উঠে এল ভোট হিংসার প্রসঙ্গ! যে কোনও ধরনের হিংসা রুখতে এদিন কড়া বার্তা দিলেন তিনি। পাশাপাশি জানালেন, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতি জেলায় একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে থাকবে কন্ট্রোল রুম।


১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, ৭ মে তৃতীয় দফা, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় লোকসভা নির্বাচন হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার ভগবানগোলায় এবং সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন। শনিবার থেকেই দেশ জুড়ে চালু হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণ বিধি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে