Mamata Banerjee Bankura Rally LIVE: ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধর্না দেব, হুঁশিয়ারি মমতার
CM Mamata Banerjee Bankura Rally LIVE Updates: আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
যোগী-রাজ্যে নারীদের সুরক্ষা নেই। এই বহিরাগতরা ক্ষমতায় এলে, রাজ্যের নারীরাও অসুরক্ষিত হবেন, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বসে চক্রান্ত করছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে কেন নোটিস? নির্বাচন কমিশনের কাজে কেন হস্তক্ষেপ? কেন সরানো হল তাঁর চিফ সিকিওরিটি অফিসারকে, মেজিয়ার সভায় আক্রমণ মমতার।
যোগী আসলে ভোগী। জনতি দিল কালি, বিজেপির সব চেয়ার খালি। খুব রেগে গেছে, কাল সারারাত মিটিং করেছে। কোনও পুলিশ, এসপি, ডিএম কে সাসেপন্ড করা যায়। তৃণমূলকে গ্রেফতার করা যায়। বাংলা দিল্লি দখলের কাঁটা হবে।
স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠিয়েছে। পার্থকে চিঠি ধরিয়েছে। বললেন মমতা।
অমিত শাহ হারবে বলে বাংলায় বসে চক্রান্ত করছে। ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধর্না দেব।
কোভিডের সময় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। কটাক্ষ মমতার।
সব জেলার সঙ্গে তাল মিলিয়ে, বাঁকুড়া জেলা ভাল ফল করে। বললেন মমতা।
কৃষকদের জমির খাজনা মকুব করে দেওয়া হয়েছে। বীমা করা হয়েছে কৃষকদের নামে।
আপনাদের পায়ে ভর করেই আমি এগিয়ে যাব। বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছু মিরজাফর চলে গেছে আমি বেঁচে গিয়েছি। এখন তৃণমূল মানুষের দল।
বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে গেলে মা-বোনেদের নিরাপত্তা থাকবে না। এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনের কাজে নাক গলাচ্ছে। আমার সন্দেহ অনেক কিছু তাঁর নির্দেশেই হচ্ছে।
বিজেপির নেতাদের কাজ নেই কর্ম নেই। কৃষকরা বসে আছে হরিয়ানায় ৬ মাস ধরে তাঁদের সঙ্গে কথা বলে না। এখানে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চক্রান্ত করে। কী করে মমতাকে মারা যায়, ভোট লুঠ করা যায়, তার চক্রান্ত চলছে।
এই ভোটটা আমার ভোট, না জিতলে সরকার গড়তে পারব না। আগে বলল দেব উজালা, এখন দেখছি হরবোলা। মিথ্যা কথার ডুগডুগি বাজায়। কটাক্ষ মমতার।
ভোটের সময়, ৫০০, ১০০০, ৫০০০ টাকা দিয়ে ভোট কিনতে চায়। ভোট কিনতে গেলে ভোট বাক্সে উল্টে দেবেন। বিজেপিকে ভোট দেবেন না। বললেন মমতা
মোদিকে বলেছিলাম সবাইকে ইঞ্জেকশন দেওয়া হোক। চিঠিও লিখেছিলাম। ১০ কোটি লোককে দেওয়া হলে বাকিদের না দেওয়া হলে সমস্যা হবে।
ট্রেনের ভাড়া বিজেপি দেয়নি। আমি ৩০০ ট্রেন ভাড়া করে সবাইকে নিয়ে এসেছি।
হোম ট্যুরিজমে আরও উৎসাহ দেখাচ্ছে সরকার। এরকম আরও কাজ করব। বাঁকুড়ায় বললেন মমতা।
স্বাস্থ্যসাথী কার্ডে অভিভাবক মেয়েরা, কারণ মেয়েরাই সংসার চালায়। মেয়েরা তাঁদের বাবা-মায়ের চিকিত্সাও এই কার্ডে করাতে পারেন। ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী হবে। তাঁদের ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
এটা দিল্লির ভোট নয়, আমরা থাকব কি না, সেজন্য ভোট। বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আঘাত আমার কাছে হেরে যাবে। আমি হারব না। বললেন মমতা।
পায়ের সবথেকে মোটা হাড়ে আঘাত, তাই কষ্ট করে আসতে হচ্ছে। বাংলার মানুষকে বাঁচানোর জন্যই আসতে হচ্ছে।
যাঁরা নিষ্কর্মার ঢেঁকি তাঁদের একটা ভোটও দেবেন না, নাম না করে কটাক্ষ মমতার।
একটা করে ভোট, একটা করে খেলা। আমি আহত বাঘ, আমি ভয়ঙ্কর। সবার সাপোর্টে আমি খেলব। খেলাও হবে, জেতাও হবে, বাংলা জিতবে, দিল্লি হারবে। লড়াইয়ে মা-বোনেরা সামনে থাক।
১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে। বাঁকুড়ায় বললেন মমতা।
সারা রাত বসে পরিকল্পনা চলছে। মিটিংয়ে লোক হচ্ছে না। আমায় খুন করলে তুমি গোল্লা পাবে।
বিজেপির মতো হোটেল থেকে খাবার কিনে তফশিলির সঙ্গে রাজনীতি করি না।
নন্দীগ্রাম আন্দোলনকারীদের কেন নোটিস পাঠাচ্ছেন? কেন্দ্রকে প্রশ্ন মমতার।
মা বোনেরা মাঝে মাঝে রান্না করবেন। আরা হাঁটা খুন্তি দেখে নেবেন। গায়ের জোরে বাংলা জয় করতে চাইছে বিজেপি
বহিরাগতদের দিয়ে নির্বাচন নয়, বললেন মমতা।
হোম মিনিস্টার দেশ চালাবেন। তা নয় কলকাতায় বসে চক্রান্ত। কী ভাবেন অমিত শাহ নিজেকে? কেন সরকারি আধিকারিকদের হেনস্থা? প্রশ্ন মমতার
আগে বিনা পয়সায় মানুষকে গ্যাস দাও। আমারা বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, ৫ লক্ষ টাকায় স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছি। তাহলে কেন বিনা পয়সায় গ্যাস দেবে না? প্রশ্ন মমতার
আমি যখন হাঁটি তখন উন্নয়নও আমার সঙ্গে হাঁটে। মাথাও হাঁটে। হৃদয়ও হাঁটে। মানুষের পায়ে আঘাত লাগে, সেটা কত বড় যন্ত্রণা সেটা যার হয় সেই জানে।
পুরুলিয়ার পর বাঁকুড়াতেও হুইলচেয়ারে বসেই সভা করবেন মমতা।
নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ দ্বিতীয়বার জনসভা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে রওনা দিয়েছেন তিনি।
আজ বাঁকুড়ায় তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম নির্বাচনী সভা শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে। দ্বিতীয় সভা ছাতনায়, তৃতীয় জনসভাটি হবে রাইপুরে।
প্রেক্ষাপট
বাঁকুড়া: পুরুলিয়ার পর আজ বাঁকুড়া। নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ দ্বিতীয়বার জেলায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম নির্বাচনী সভা শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে। দ্বিতীয় সভা ছাতনায়। এখানে অনুকুল ঠাকুর আশ্রম মাঠে জনসভা করবেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় জনসভাটি হবে রাইপুরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -