Panchayat Election 2023:রাজ্যকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার, খাতরার সভায় হুঙ্কার শুভেন্দুর

Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 30 Jun 2023 11:56 PM
Panchayat Election: সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু, এবার এফআইআর নিয়ে বিতর্ক

সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু, এবার এফআইআর নিয়ে বিতর্ক। আত্মহত্যার অভিযোগ মায়ের, তৃণমূলকর্মীদের হাতে খুনের দাবি স্ত্রীর!

Panchayat Poll 2023: ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Panchayat Election: ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল। কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারে রাজ্যপাল। 

ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল। কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারে রাজ্যপাল। 

Panchayat Poll 2023: জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পঞ্চায়েতে তৃণমূলের ফল খারাপ হতে পারে? কী বলছে সি ভোটারের সমীক্ষা?

রাজ্যের একাধিক জেলায় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্ব খবর সামনে এসেছে। এমনকী দলের হুঁশিয়ারি উড়িয়ে নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক। জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পঞ্চায়েতে তৃণমূলের ফল খারাপ হতে পারে? সি ভোটার সমীক্ষায় উঠে এসেছে, ৬৪ শতাংশ মনে করছেন হ্যাঁ। না মনে করছেন ২৫ শতাংশ। বলতে পারব না ১১ শতাংশ। 

Panchayat Election: কোন দিকে ঝুঁকে উত্তর দিনাজপুর জেলা পরিষদ? কী বলছে জনমত সমীক্ষা?

উত্তর দিনাজপুরের জেলা পরিষদে মোট আসন সংখ্যা ২৬টি। C VOTER-এর ওপিনিয়ন পোলের সমীক্ষা অনুযায়ী, ২৬টি আসনের মধ্যে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা হতে পারে ১৫ থেকে ২১টি। বিজেপির পক্ষে যেতে পারে ৫ থেকে ৯টি আসন। অন্যদিকে বাম ও কংগ্রেস জোট পেতে পারে ০ থেকে ২টি আসন।

Panchayat Poll 2023: কোন দিকে ঝুঁকে হাওড়া জেলা পরিষদ? কী বলছে জনমত সমীক্ষা?

হাওড়া জেলা পরিষদে মোট আসন ৪২টা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২৭ থেকে ৩৫টা আসন। বিজেপি পেতে পারে ৫ থেকে ৯টা আসন। সিপিএম এবং কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন। এর আগের বছর, অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে হাওড়ার মোট আসন ছিল ৪০টা। এরমধ্যে তৃণমূল জয় করেছিল ৩৯টি আসনই। বিজেপি, সিপিএম ও কংগ্রেস... তিন দলেরই প্রাপ্ত আসনের সংখ্যা ছিল শূন্য। অন্যান্যরা পেয়েছিল মাত্র ১টি আসন।

Panchayat Election: কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজে আর্থিক বঞ্চনার অভিযোগ কি পঞ্চায়েত ভোটে তৃণমূলকে ডিভিডেন্ট দেবে? কী বলছে সমীক্ষা

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজে আর্থিক বঞ্চনার অভিযোগ কি পঞ্চায়েত ভোটে তৃণমূলকে ডিভিডেন্ট দেবে? কী বলছে সমীক্ষা? এই প্রশ্নের উত্তরে সমীক্ষায় দেখা গিয়েছে পক্ষে রয়েছেন ৩৭ শতাংশ ভোটার। অন্যদিকে এই ইস্যু তৃণমূলকে কোনও ডিভিডেন্ট দেবে না বলে মনে করছেন ৪০ শতাংশ মানুষ। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজে আর্থিক বঞ্চনার অভিযোগ শাসকদলকে কোনও সুবিধা দেবে কি না, সে বিষয়ে কিছু বলতে পারেননি ২৩ শতাংশ মানুষ। 

Panchayat Poll 2023:মালদা জেলা পরিষদে এবার কার ভাগে কটি আসন যেতে পারে? কী বলছে C Voter জনমত সমীক্ষা?

মালদা জেলা পরিষদে এবার কার ভাগে কটি আসন যেতে পারে? C Voter জনমত সমীক্ষায়  উঠে এসেছে, মোট ৪৩টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৪-৩২টি আসন। বিজেপি পেতে পারে ৪-৮টি আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭-৯ টি আসন। তবে একথা মনে রাখা দরকার, সমীক্ষা কখনও ধ্রুবসত্য নয়। কখনও তা মেলে, কখনও ফলাফলের পূর্বাভাস দিতে একেবারে ব্যর্থ হয়, কখনও তার সাফল্যের হার মাঝামাঝি থাকে। তাই চূড়ান্ত ফলের সকলকে অপেক্ষা করতেই হবে ১১ জুলাই পর্যন্ত।

Panchayat Election: জেলা পরিষদের কোন দিকে ঝুঁকে পূর্ব মেদিনীপুর? কী বলছে সি ভোটার?

সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, পূর্ব মেদিনীপুরের ৭০ আসনের জেলা পরিষদে টানটান আসন লড়াই হতে পারে তৃণমূল বিজেপির। সমীক্ষায় উঠে এসেছে, জেলা পরিষদে ৩১ থেকে ৪১ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস (TMC)। আর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ৩০ থেকে ৩৬ আসন যেতে পারে বিজেপির দখলে। শূন্য থেকে ৩ টি আসন যেতে পারে বাম-কংগ্রেস জোটের ভাগ্যে। প্রসঙ্গত, ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ৬০ আসনের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সবকটি আসনই জিতেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি, বাম বা কংগ্রেস, কেউই খাতাই খুলতে পারেনি। উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার আগে ২০০৮ সালের পঞ্চায়েতে রাজ্যে দুটি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। যেগুলি যথাক্রমে উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।

Panchayat Poll 2023:কোন দিকে ঝুঁকে পূর্ব বর্ধমান জেলা পরিষদ? কী বলছে C Voter-এর জনমত সমীক্ষা?

পূর্ব বর্ধমানের জেলা পরিষদে মোট আসন ৬৬। সি ভোটার ওপিনিয়ন পোল সমীক্ষায় উঠে এসেছে , তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত আসন হতে পারে ৪৩ থেকে ৫৩ টি। বিজেপির সম্ভাব্য প্রাপ্ত আসন হতে পারে ১২ থেকে ১৮ টি। বাম এবং কংগ্রেস মিলিয়ে সম্ভাব্য প্রাপ্ত আসন হতে পারে ১ থেকে ৫ টি।উল্লেখ্য, রাজ্য়ের সবকটি জেলা পরিষদের সব কটি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জনের মধ্য়ে। এই সমীক্ষায় মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৫ শতাংশ। 

Panchayat Election: কোন দিকে ঝুঁকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ? কী বলছে C Voter-এর জনমত সমীক্ষা?

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মোট আসন ৬৬টি। সি ভোটারের সমীক্ষা বলছে, তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত আসন 45-55, বিজেপির সম্ভাব্য প্রাপ্ত আসন ৬ থেকে ১২। বাম  এবং কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৮টি আসন। ২০১৮ সালের হিসেব অনুযায়ী, জেলা পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৫৭। প্রতিটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল। বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপির ঝুলি ছিল ফাঁকা। 

Panchayat Poll 2023:রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? কী বলছে C Voter-র সমীক্ষা?

ভোটের আগে সেই মেজাজের আঁচ পেতে সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা C Voter। তাতে একটি প্রশ্ন ছিল,  রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? ৩৯ শতাংশ মানুষ মনে করছেন, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। ৫৩ শতাংশ মানুষ মনে করছেন, না তাঁরা সন্তুষ্ট না। ৮ শতাংশ জানিয়েছেন, না তাঁরা সন্তুষ্ট না। তবে একথা মনে রাখা দরকার, সমীক্ষা কখনও ধ্রুবসত্য নয়। কখনও তা মেলে, কখনও ফলাফলের পূর্বাভাস দিতে একেবারে ব্যর্থ হয়, কখনও তার সাফল্যের হার মাঝামাঝি থাকে। তাই চূড়ান্ত ফলের সকলকে অপেক্ষা করতেই হবে ১১ জুলাই পর্যন্ত। 

Panchayat Election:ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Panchayat Poll 2023:কোচবিহারের সাহেবগঞ্জে গ্রেফতার তৃণমূল প্রার্থী

কোচবিহারের সাহেবগঞ্জে গ্রেফতার তৃণমূল প্রার্থী। পুরনো মামলায় গ্রেফতার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। পুরনো মামলায় আদালত পরোয়ানা জারি করায় গ্রেফতার, জানাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ পরিবারের। 

Panchayat Election:ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Panchayat Poll 2023:পড়ুয়ারা কি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চান না? কালিম্পং কলেজের অনুষ্ঠানে প্রশ্ন রাজ্যপালের 

দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে ফের সরব রাজ্যপাল। পড়ুয়ারা কি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চান না? কালিম্পং কলেজের অনুষ্ঠানে প্রশ্ন রাজ্যপালের 

Panchayat Election:৬ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ

৬ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূলনেত্রীর সন্তোষজনক উত্তর, খবর ইডি সূত্রে। 

Panchayat Poll 2023: নন্দীগ্রামের পর এবার ভোটের মুখে ময়না থানার ওসি 'বদলি'

নন্দীগ্রামের পর এবার ভোটের মুখে ময়না থানার ওসি 'বদলি', ভোটের ৮দিন আগে ময়না থানার ওসিকে পাঠানো হল ছুটিতে

Panchayat Election:রাজ্যকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার, খাতরার সভায় হুঙ্কার শুভেন্দুর

'জোর করে নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল, এর জবাব দিতে হবে। একদিকে চুরি, অন্যদিকে পুলিশকে হাতে নিয়ে গণতন্ত্রের সর্বনাশ করছে তৃণমূল', রাজ্যকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার, খাতরার সভায় হুঙ্কার শুভেন্দুর

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোট নিয়ে ফের হুঁশিয়ারি মদন মিত্রর

পঞ্চায়েত ভোট নিয়ে ফের হুঁশিয়ারি মদন মিত্রর। 'ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটার ভোট মারবে। গুলি করবে? কত গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না', বললেন মদন। 

Panchayat Election:আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য! বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা নিয়ে একসঙ্গে মিছিল!

আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য! বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা নিয়ে একসঙ্গে মিছিল!

Panchayat Poll 2023: ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী

ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে প্রশ্ন বিরোধী দলনেতার

Panchayat Election: কুড়মি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

পঞ্চায়েত নির্বাচনের ২৮ জন কুড়মি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। বাঁকুড়ার খাতড়া ও সিমলিপাল থানায় দায়ের হওয়া ২টি মামলার প্রেক্ষিতে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুড়মি  সম্প্রদায়ভুক্ত ২৮ পঞ্চায়েত প্রার্থী।

Panchayat Poll 2023: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ। পরবর্তী শুনানি ১৪ জুলাই।

Panchayat Election: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের। '১৫ জুলাই পর্যন্ত সৌমিত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ', নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। সৌমিত্রকে স্বস্তি দিলেও বিজেপি সাংসদের মন্তব্যের সমালোচনা বিচারপতির। 'সৌমিত্র যে ভাষা ব্যবহার করেছেন বলে পুলিশের দাবি, তা অত্যন্ত খারাপ', একজন সাংসদের কাছে এ ধরনের ভাষা প্রত্যাশিত নয়, মন্তব্য বিচারপতির। ১৩ এপ্রিল সোনামুখী থানায় সৌমিত্রর বিরুদ্ধে জোড়া এফআইআর। সেই মামলায় রক্ষাকবচ পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Panchayat Poll 2023: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত ৩। আহতরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পতাকা খুলে ফেলে নিজেদের পতাকা লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা, অভিযোগ তৃণমূলের। প্রচারে বাধা দিচ্ছে শাসকদল, অভিযোগ সিপিএম-এর।

Panchayat Poll 2023: ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী

ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।' তিনি আরও লিখেছেন, 'একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।' অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে।' দেখতে হবে আদৌ উনি পুলিশকর্মী কিনা, পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

Panchayat Poll 2023: ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী

ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।' তিনি আরও লিখেছেন, 'একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।' অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে।' দেখতে হবে আদৌ উনি পুলিশকর্মী কিনা, পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

Panchayat Election: এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা

এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি', উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।

Panchayat Poll 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি প্রার্থীদের গ্রেফতারের প্রতিবাদ, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি প্রার্থীদের গ্রেফতারের প্রতিবাদ। কোচবিহারের পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় ৬ বিজেপি বিধায়ক। ভোটের আগে পুলিশি সন্ত্রাসের অভিযোগ বিজেপির। হারবে জেনে নাটক বিজেপির, কটাক্ষ তৃণমূলের।

Panchayat Election: রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী?  এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা

রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী?  এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি', উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।

Panchayat Poll 2023: রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র

রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র। হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র।  আজই মুখ্যসচিব হিসেবে শেষদিন ছিল হরিকৃষ্ণ দ্বিবেদীর। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠানো হয় নবান্নের তরফে। আজ সকালে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়

Panchayat Election: আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য!

আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য! বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা নিয়ে একসঙ্গে মিছিল! আলিপুরদুয়ারের বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এমনই নজিরবিহীন ছবি সামনে এল। সেখানে ১৫৪ নম্বর বুথে প্রার্থীই দেয়নি কোনও বিরোধী দল। বদলে নির্দল প্রার্থী বিউটি নাগকে সমর্থন করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। চলছে নির্দল প্রার্থীর হয়ে প্রচার। এলাকার অনুন্নয়নকে সামনে রেখেই জোটবদ্ধ হয়েছেন বলে দাবি বিরোধীদের। এদের সঙ্গে মানুষ নেই, উন্নয়নের জন্য তৃণমূলকেই প্রয়োজন, দাবি শাসকদলের প্রার্থীর।

Panchayat Poll 2023: ব্যালট বক্স ছিনতাইয়ের আশঙ্কা শুভেন্দু অধিকারীর

ব্য়ালট ইস্যুতে এদিন ফের সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যালট বক্স ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিরোধীদের উদ্দেশে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূলও। 

Panchayat Election: বিরোধীদের ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ সুকান্তর

বিরোধীদের ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস না করে নিয়মভেঙে তা থানার আইসি-দের কাছে রেখে দেওয়া হচ্ছে।

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনার প্রেক্ষাপটে ফের বার্তা রাজ্যপালের

গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে! পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনার প্রেক্ষাপটে এই বার্তা দিলেন রাজ্যপাল। হাইকোর্টের সাম্প্রতিক নানা নির্দেশের কথা বলে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে, তাদের ভূমিকা মনে করিয়ে দিয়েছেন তিনি।পাশাপাশি নিজেকে গ্রাউন্ড জিরো রাজ্যপাল বলেও আখ্যা দিয়েছেন সি ভি আনন্দ বোস। এই ইস্যুতে চলছে তরজা।

Panchayat Election: কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা, পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরে বাইক মিছিল করল তৃণমূল ও বিজেপি

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরে বাইক মিছিল করল তৃণমূল ও বিজেপি। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বাইক মিছিল নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে সেই পথে হাঁটেনি তৃণমূল। 

Panchayat Poll 2023: শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীন দলীয় অফিসের ছাদ থেকে বিক্ষোভ তৃণমূলের

ঝাড়গ্রামের নয়াগ্রামে শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীন দলীয় অফিসের ছাদ থেকে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। এদিন, আক্রান্ত দলীয় প্রার্থীর বাড়িতে গিয়ে পুলিশকে নিশানা করেন শুভেন্দু। এনিয়ে পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রাম থানার আইসি বদল

পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রাম থানার আইসি বদল। ছুটিতে পাঠানো হল বর্তমান আইসি সুমন রায়চৌধুরীকে। পরিবর্তে নিয়ে আসা হল কাশীনাথ চৌধুরীকে। শারীরিক অসুস্থতার জন্য় ছুটি চেয়েছিলেন নন্দীগ্রাম থানার আইসি, জেলা পুলিশ সূত্রে খবর। সেইজন্য তাঁকে ১৫ দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, জেলা পুলিশ সূত্রে খবর।

Panchayat Poll 2023: লোকসভা ভোটের পরে ৩ মাসও লাগবে না, পতন হবে তৃণমূলের: সুকান্ত

'লোকসভা ভোটের পরে ৩ মাসও লাগবে না, পতন হবে তৃণমূলের', শুভেন্দুর পর এবার তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'লোকসভা ভোটে ৩৫টি আসনে জিতবে বিজেপি, তারপরেই তৃণমূলের পতন', ঠাকুরনগরের সভা থেকে নতুন করে হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির।

Panchayat Election: ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী, ভিডিও ট্যুইট বিরোধী দলনেতার

ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।

Panchayat Poll 2023: গত পঞ্চায়েত ভোটে, একাধিক জেলা পরিষদে একতরফাভাবে জিতেছিল তৃণমূল

গত পঞ্চায়েত ভোটে, একাধিক জেলা পরিষদে একতরফাভাবে জিতেছিল তৃণমূল। সেবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা পরিষদে একটিও আসনে জেতেনি বিরোধীরা। এবার এই জেলাগুলিতে কী হবে? সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, তৃণমূল এগিয়ে থাকলেও, এবার এই সব জেলায় খাতা খুলতে পারে বিরোধীরা। 

Panchayat Election: সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার অভিযোগ

সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার অভিযোগ। রানিগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। যদিও, বিডিওর দাবি মনোনয়ন প্রত্যাহারের ফুটেজ রয়েছে। কিন্তু সেই ফুটেজ বিডিও দেখাতে পারেননি বলে পাল্টা দাবি করেছে সিপিএম। 

Panchayat Poll: ডবল ব্য়ালট ছাপানোর বিস্ফোরক অভিযোগে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি অধীর চৌধুরীর

ডবল ব্য়ালট ছাপানোর বিস্ফোরক অভিযোগে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। ব্যালটে কারচুপির আশঙ্কাপ্রকাশ করেছেন সিপিএমের রাজ্য় কমিটির সদস্য় সৃজন ভট্টাচার্যও। আবার ব্যালট বক্স ছিনতাইয়ের হতে পারে বলে মনে করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

Panchayat Election: তৃণমূলের আধিপত্যেও কোন কোন জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা?

দঃ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, পঃ বর্ধমান, পঃ মেদিনীপুর, জলপাইগুড়ি, দঃ দিনাজপুর। তৃণমূলের আধিপত্যেও জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা। বলছে ওপিনিয়ন পোল

প্রেক্ষাপট


দঃ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, পঃ বর্ধমান, পঃ মেদিনীপুর, জলপাইগুড়ি, দঃ দিনাজপুর। তৃণমূলের আধিপত্যেও জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা। বলছে ওপিনিয়ন পোল (Opinion Poll)। 


মুর্শিদাবাদে (Murshidabad) ঝড় তুলতে পারে বাম-কংগ্রেস জোট। জেলা পরিষদের ৭৮টির মধ্যে পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসন। ৩০ থেকে ৪০টিতে সম্ভাবনা তৃণমূলের। আভাস সি ভোটারের ওপিনিয়ন পোলে। 


কোচবিহারে জেলা পরিষদে হতে পারে জোর লড়াই। ৩৪টির মধ্যে ১৫ থেকে ১৯টি পেতে পারে বিজেপি (BJP), ১৩ থেকে ১৯টি তৃণমূলের। ইঙ্গিত সি ভোটারের ওপিনিয়ন পোলে। 


ফিরল সেই ঝুলন্ত দেহের রাজনীতি। সবংয়ে বাড়িতেই বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আত্মহত্যার তত্ত্ব শাসক দলের।


খুনের আগে বারবার হুমকি। পাঠানো হয় সাদা থান। অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ। দাবি পরিবারের।


সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলে হুঙ্কার সুকান্তর। তৃণমূল শান্তির হোলি খেলবে, পাল্টা সৌগত।


গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। ভোট সন্ত্রাস নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের (Governor)। 


শুভেন্দুর (Suvendu Adhikari) মিছিল ঘিরে উত্তাল নয়াগ্রাম। একদিকে বিজেপির পদযাত্রা, ছাদ থেকে পাল্টা তৃণমূলের (TMC) স্লোগান।


ব্যালট পাহারা থেকে বাক্সে পদ্ম ছাপের সিল, ভোট লুঠ রুখতে শুভেন্দুর দাওয়াই। ভোটে কারচুপি করতে ফের ডবল ব্যালটের অভিযোগ অধীরের। 


লোকসভা ভোটের (Parliament Election) ৩ মাসের মধ্যেই পড়ে যাবে তৃণমূল সরকার। শুভেন্দুর পর এবার হুঙ্কার সুকান্তর (Sukanta Majumdar)


মক্কা থেকেই পঞ্চায়েতে মনোনয়ন, চাপের মুখে শেষপর্যন্ত মিনাখাঁর তৃণমূলপ্রার্থীর মনোনয়ন বাতিল। কাদের মদতে জালিয়াতি? এখনও অধরা জবাব।


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.