সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া: পঞ্চায়েতের ভোটের (Panchayat Poll 2023) লড়াই এবার ঘরেও। হুগলির পাণডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতে ভোট ময়দানে একে অপরের বিরুদ্ধে দেখা যাবে শ্বাশুড়ি-বৌমাকে।


চৌকাঠে ভোটের লড়াই: ১৫ দিন পরেই রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত যুদ্ধ। তার আগেই বোমাবাজি থেকে গুলিবৃষ্টি। হানাহানি থেকে খুনোখুনি। বেলাগাম সন্ত্রাসের সাক্ষ্মী হয়েছে বাংলা। ভোটের ময়দান থেকে লড়াই এবার যেন বাড়ির উঠোনে। হুগলির পাণ্ডয়ায় ভোটযুদ্ধে বৌমা বনাম শাশুড়ি। এখানকার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পোটবা গ্রামে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন সোনালি মাণ্ডি। আর তাঁকে চ্যালেঞ্জ ছুড়তে সিপিএম প্রার্থী হিসাবে ভোটের ময়দানে শাশুড়ি লক্ষ্মীরানি মাণ্ডি। এতদিন একসঙ্গে সংসার সামলেছেন, আজ তাঁরাই একে অপরের বিরুদ্ধে নেমেছেন পঞ্চায়েতের প্রচারে।


বৌমা রাম, শাশুড়ি বাম, কিন্তু দু'জনেই গ্রামের উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামছেন। এখন দেখার, পঞ্চায়েতের এই ত্রিমুখী লড়াইয়ে গ্রামের মানুষ কোন দলের প্রার্থীর ওপর ভরসা রাখেন। সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সোনালি মাণ্ডি “শাশুড়ির বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলাম।’’ লক্ষ্মীরানি মাথায় হাত দিয়ে সোনালিকে আশীর্বাদ করলেন। গ্রামে পানীয় জলের অভাব আছে,ঢালাই রাস্তাটা হয়নি সেসবই করতে হবে ভোটে জিতে বলছেন সোনালি। অন্যদিকে সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের সিপিএম প্রার্থী লক্ষ্মীরানি মাণ্ডি বলেন, “গ্রামের মানুষের অনেক চাহিদা পূরণ হয়নি, কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করায় মানুষ সমস্যায় পড়েছেন। এবার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে ভোট চাইছি।’’


অন্যদিকে উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েত। এখানে এবার বুথ স্তরের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুই ভাই। তৃণমূল প্রার্থী হয়ে যেখানে শাসকদলের উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন ছোটভাই মহাদেব মাটি, সেখানে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী মেজভাই সুদেব মাটি। তবে রাজনৈতিক ময়দানে সমমুখ সমরে নামলেও দুই ভাই একই সঙ্গে প্রচারে বের হচ্ছেন।


তৃণমূল প্রার্থী মহাদেব মাটি বলন, “আগে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে এনেছি একাধিকবার। তাই দল এবার আমাকে প্রার্থী করেছে। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখেই জিতব।’’ বিজেপি প্রার্থী সুদেব মাটি বলেন, “আগে তৃণমূল করতাম। কিন্তু তৃণমূলের দুর্নীতি, চুরিতে বিতশ্রদ্ধ হয়ে দল ত্যাগ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগদান করি, আর দল প্রার্থী করেছে। আশা করছি, মানুষ পাশে থাকবে, জয়ী হব।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি