অরিন্দম সেন, আলিপুরদুয়ার: একটিই আসন, সেখানে লড়াইয়ের ২৫ জন প্রার্থী। যাঁদের মধ্যে ২২জনই নির্দল। একই পরিবারের একাধিক সদস্য নির্দল প্রার্থীর তালিকায়। এমনই নজির আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের ১২ নং পঞ্চায়েত সমিতির আসনে। 


রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ ভুরি ভুরি। তার মধ্যে নির্দল হলে তো কথাই নেই। এমনকি মনোনয়ন বাতিলেরও অভিযোগ হয়েছে বহু ক্ষেত্রেই।  এমন পরিস্থিতিতে এক আসনে ২২ জন নির্দল-সহ ২৫ জন প্রার্থীর মধ্যে লড়াই সম্ভবত বিরল। 


এই আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে তৃণমূল, সিপিএম এবং বিজেপির প্রার্থী রয়েছে। বাকিরা সবাই নির্দল হিসেবে দাড়িয়েছে। যদিও এদের কোনও রাজনৈতিক পরিচয় নেই। কারও বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবেও দাঁড়ানোর কোনও অভিযোগ নেই। পেশায় এরা অধিকাংশই স্কুল শিক্ষক। তাহলে হঠাৎ এরা নির্দল হিসেবে পঞ্চায়েত সমিতির মতো গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হলেন কেন? 


জানা গিয়েছে, ব্লকের মাত্র দুটি আসন জেনারেল ক্যাটাগরির। ফলে এক আসনে সাধারণ প্রার্থীর সংখ্যা বেড়েছে। উঠে এসেছে আরও একটি সম্ভাবনা। এঁরা পেশায় শিক্ষক, এদের ভোটের কাজ পড়বে। কিন্তু নির্বাচনের ঝুট-ঝামেলা এড়াতে চাইলে উপায় হচ্ছে ভোটে দাঁড়ানো। কেউ বলছেন, বহুবার সরকারি ভোট কর্মী হিসেবে নির্বাচনের অভিজ্ঞতা নিয়েছেন। এবার প্রার্থী হিসেবে অভিজ্ঞতা নেবার ইচ্ছে থেকেই মনোনয়ন। এক অংশ আবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া বা বাড়ির কারও অসুস্থতাতে তুলে ধরেছেন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পিছনে।


যেমন জটেশ্বর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক প্রবীর কুমার দত্ত বলেন, 'শারীরিক সমস্যা রয়েছে। কিন্তু আবেদন করেও নির্বাচন প্রক্রিয়া থেকে নিস্তার পাওয়া যায় না, হেনস্তা হতে হয়।' এমন সমস্যা থেকে বাঁচতেই তাঁকে প্রার্থী হতে হয়েছে বলে জানান তিনি। অপরদিকে জটেশ্বর বিদ্যাসগর পল্লির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলের বিয়ে নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই পড়ছে। পরিবারে একাধিক শিক্ষক। ওই ব্যক্তির স্ত্রী, ভাই, ভাইয়ের বউ-সহ চারজন  নির্দল প্রার্থী। পারিবারিক অনুষ্ঠানের মধ্যে যাতে ভোট কর্মী হিসেবে দায়িত্ব না পড়ে তার জন্য়ই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন তাঁরা।


গত পঞ্চায়েত নির্বাচনেও এই আসনে প্রায় ২০ জন প্রার্থী হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর।


আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব