ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রিসাইডিং অফিসারের (Presiding Officer)মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের ( Sangrami Joutha Mancha )। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট (Panchayat Election )। ওই দিন ডিউটি করতে যাওয়া রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে, দাবি তুলল সংগ্রামী যৌথ মঞ্চ। 

'নিরাপত্তাহীনতার কারণেই মৃত্যু '


নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক তিনি।  ৮ জুলাই, ভোটের দিন তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। এরপর ১২ জুলাই, গতকাল মৃত্যু হয় ওই প্রিসাইডিং অফিসারের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, নিরাপত্তাহীনতার কারণেই মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাসের।  সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, নিরাপত্তা ছাড়াই ভোটকেন্দ্রে তাঁকে পাঠানো হয়েছি। মঞ্চের তরফে  অভিযোগের আঙুল তোলা হয়েছে  বিডিও-র বিরুদ্ধে। বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় ওই ভোট কর্মীর। তাই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে, দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ভোটের দিন ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেন রিজার্ভ প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাস। অভিযোগ, বিডিও ভয় দেখিয়ে নিরাপত্তা ছাড়াই তাঁকে ভোট কেন্দ্রে পাঠান। এরপর ভোট শুরুর আগেই বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় ওই ভোট কর্মীর।


তারপর তাঁকে কল্যাণীতে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর দায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে নিতে হবে বলে দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরিরও দাবি জানিয়েছে মঞ্চ।

পঞ্চায়েতে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট ঘোষণার পর থেকেই যেভাবে অশান্ত শুরু হয়ে যায় জেলায় জেলায় তা নিয়েই চিন্তিত ছিলেন মঞ্চের প্রতিনিধিরা। প্রত্যেক ভোটকর্মীর সুরক্ষার দাবিতে সরব হন তাঁরা। তাই তাঁরা দাবি করেন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা । সেই সঙ্গে তাঁদের দাবি ছিল, এক দফায় নয়,   ৫ দফায় ভোট করতে হবে। এই দাবিতে  কলকাতার রাস্তায় মিছিলও করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। হাওড়া ও শিয়ালদা থেকে মহামিছিল বের করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তাঁদের স্পষ্ট  বক্তব্য ছিল পর্যাপ্ত নিরাপত্তা না দিলে তাঁরা বুথে আর যাবেন না । বহুদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial