রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) ৫ দিন আগে অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে স্পর্শকাতর বুথ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অবশ্য কিছু জানাতে চাননি তিনি। তবে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা শেষমেশ তৈরি করে তা কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) রিপোর্ট অনুযায়ী, ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথ স্পর্শকাতর। কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট পেশ হতে চলেছে, তাতে উল্লেখ, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ বুথ স্পর্শকাতর। পাশাপাশি মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর, জানাল রাজ্য নির্বাচন কমিশন। আদালতে স্পর্শকাতর বুথ ও এলাকার হিসেবের পর এরপর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে কমিশন। যদিও বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে আসবে, তা এখনও অনিশ্চিত।
প্রসঙ্গত, ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকে, যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে, সেগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করার কথা স্থির ছিল। যেসব বুথে অতীতে ৯০%-এর বেশি ভোট পড়েছিল এবং একজন প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, সেই বুথগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছিল কমিশনের তরফে। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেক জেলাশাসক ও বিডিওদের। যে সব বুথে আগে পুনর্নির্বাচন হয়েছে, তারও তালিকা চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রবিবার রাজ্য নির্বাচন কমিশনে কমিশনার রাজীব সিন্হার সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজিপি মনোজ মালব্য, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।
আরও পড়ুন- ED-র পর এবার CBI নজরে সায়নী ঘোষ ! নজরে কুন্তল - সায়নী যোগ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন