রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী। এত হিংসা, তাও মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথে থাকবে না বাড়তি বাহিনী। 'প্রতি বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন রাজ্যের সশস্ত্র পুলিশ। ৬১ হাজার ৬৩৬টি বুথের প্রত্যেকটিতে একজন জওয়ানের সঙ্গে একজন সশস্ত্র রাজ্য পুলিশ থাকবেন। আর ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে বারবার রাজ্য কমিশন প্রশ্নের মুখে পড়েছে। কখনও বিরোধী দলগুলি বাহিনী ব্যবহার নিয়ে রাজ্য কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। কখনও হাইকোর্টের তরফে বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হাইকোর্টে। রাজ্যপালের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার, নির্বাচন কমিশনকে (WB Election Commission) এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভোটে কতজন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তা নিয়ে টালবাহানার অভিযোগ ছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আদালতের রায়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের কথা মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন। তারও পরে রাজ্যে প্রশাসনের সাহায্যে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। ভোট আবহে মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের নানা জেলায় হিংসার ছবি সামনে এসেছে, প্রাণহানি হয়েছে, তারপরেও তালিকায় দেখা যায় রাজ্যের মাত্র ৮ শতাংশ বুথ স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়েছে। বিরোধীদের দাবি ছিল সেখানে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, সেখানেও কোনও বাড়তি বাহিনী দেওয়া হয়নি। অর্থাৎ সাধারণ বুথে যেমন বাহিনী থাকছে, তেমনই স্পর্শকাতর বুথেও একই সংখ্যক বাহিনী রাখা হচ্ছে। স্পর্শকাতর বুথগুলিকে কেন আলাদা করে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছেন বিরোধীরা।
পাশাপাশি সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা হচ্ছে ভোটারদের লাইন ঠিক করার জন্য। বিরোধীদের তরফে থেকে ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার বিরোধিতা করা হয়েছিল। তারপরেও ভোটের লাইন দেখভালের জন্য তাদেরকেই রাখা হচ্ছে।
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগেই আজ SSKM-এ মমতার হাঁটুর চিকিৎসা! কতদিন হাসপাতালে থাকতে হবে?