Panchayat Elections 2023 Live Updates: কাল পঞ্চায়েতের প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচন, কোন কোন বুথে ফের ভোট?

WB Panchayat Polls News Live Updates: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন

ABP Ananda Last Updated: 10 Jul 2023 12:11 AM
Panchayat Vote Updates LIVE: তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ

তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ। তমলুক শহর তৃণমূল সভাপতির ওপর চড়াও বিক্ষোভকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল চঞ্চল খাড়ার। তৃণমূল নেতার গাড়িতে আগুন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তমলুক মেডিক্যাল কলেজে। বিক্ষোভে হঠাতে লাঠিচার্জ পুলিশের।

Panchayat Election LIVE Updates: কাল পঞ্চায়েতের প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচন, কোন কোন বুথে ফের ভোট?

কাল পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ। মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন।
পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। কাল সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

Panchayat Vote Updates LIVE: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি

পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।

Panchayat Election LIVE Updates: সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি

নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল

Panchayat Vote Updates LIVE: আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পরপর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া পরিবারের লোকেরা। হার বুঝতে পেরে মিথ্যে অভিযোগ করছে, দাবি তৃণমূলের।

Panchayat Election LIVE Updates: ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি

ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির। 'স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও মেলেনি, দাবি বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়ার়।

Panchayat Vote Updates LIVE: কোচবিহারে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে বিজেপির তিন বিধায়ক

কোচবিহারের ব্লক এক ফলিমারিতে নিহত বিজেপি কর্মী মাধব বিশ্বাস এর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে বিজেপির তিন বিধায়ক।

Panchayat Election LIVE Updates: ভোটের পরেও আক্রান্ত হলেন পুলিশ ও ভোটকর্মীরা

ভোটের পরেও আক্রান্ত হলেন পুলিশ ও ভোটকর্মীরা! মালদার হরিশ্চন্দ্রপুরে ডিএসপি ট্রাফিকের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। গুরুতর জখম হলেন ডিএসপি ট্রাফিক। অন্যদিকে, বীরভূমের কাঁকরতলায় ভাঙচুর করা হল ভোটকর্মীদের গাড়ি। 

Panchayat Vote Updates LIVE: কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন, মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন

কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন।  মালদার ১১২টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

Panchayat Election LIVE Updates: উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে ভোট-পরবর্তী অশান্তি

উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে ভোট-পরবর্তী অশান্তি। ভোটে রিগিংয়ের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে আজ সকালে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, গতকাল ভোট লুঠ করেছে সিপিএম ও আইএসএফ। শাসকদলের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছে আইএসএফ ও সিপিএম। 

Panchayat Vote Updates LIVE: বোমার শব্দে কাঁপছে লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত

বোমার শব্দে কাঁপছে লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত। বোমা এবং একইসঙ্গে গুলি ছোড়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েত ভোট মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ। এই নিয়েই গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

Panchayat Election LIVE Updates: ভোটে বেলাগাম সন্ত্রাস, বিস্ফোরক উদয়ন

ভোটে বেলাগাম সন্ত্রাস, বিস্ফোরক উদয়ন। 'এই সন্ত্রাস কাঙ্খিত নয়, অনেকে উস্কানি দিচ্ছে, এখন সবারই টার্গেট তৃণমূল। কেউ বুথ দখল করলে আমাদের কর্মীরা প্রতিরোধ করবেনই। মমতা-অভিষেক সন্ত্রাসমুক্ত ভোট চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন। সবটা নিয়ন্ত্রণ করা যায়নি, একাধিক শত্রুর আক্রমণের মুখে পড়তে হয়েছে। অনেক জায়গায় প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষ হয়েছে', তোপ উদয়নের।

Panchayat Vote Updates LIVE: ভোটের দিন বুথ দখল রুখতে উঃ দিনাজপুরের চাকুলিয়ায় গুলি চালানোর অভিযোগ

ভোটের দিন বুথ দখল রুখতে উঃ দিনাজপুরের চাকুলিয়ায় গুলি চালানোর অভিযোগ। বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, দাবি গ্রামবাসীদের। গুলিতে আহত হন এক তৃণমূল কর্মী। 'ভোট চলাকালীন বুথে গন্ডগোল, তখনই হঠাৎ গুলি চালায় বিএসএফ', প্রথমে শূন্যে গুলি চালায় বাহিনী, দাবি কংগ্রেসের।  ছেলের গায়ে ৩টি গুলি লেগেছে, দাবি জখম তৃণমূলকর্মীর বাবার। বুথ দখল রুখতে গুলি চালায় বিএসএফ, দাবি কংগ্রেস কর্মীদের। 'চাকুলিয়ার একটি বুথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল', ইসলামপুর জেলা পুলিশ সূত্রে দাবি। 'দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায়', ভোটের পর ইসলামপুর জেলা পুলিশকে এমনটাই জানায় কেন্দ্রীয় বাহিনী।

Panchayat Election LIVE Updates: আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পরপর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া পরিবারের লোকেরা। হার বুঝতে পেরে মিথ্যে অভিযোগ করছে, দাবি তৃণমূলের।

Panchayat Vote Updates LIVE: মালদার গাজোল ব্লকে ভোটে কারচুপি, একটি বুথের ব্যালট বাক্সের খোঁজ মিলছে না বলে অভিযোগ

মালদার গাজোল ব্লকে ভোটে কারচুপি, একটি বুথের ব্যালট বাক্সের খোঁজ মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদে দলীয় প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের সামনে ধর্নায় বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্য়দিকে, বহরমপুর থেকে দিনহাটা, স্ট্রং রুমের বাইরে দেখা গেল কড়া নিরাপত্তার ছবি। 

Panchayat Election LIVE Updates: আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

রক্তস্নাত পঞ্চায়েত ভোট, ভোটের দিন ১৫ জনের মৃত্যু। হঠাৎ আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে রিপোর্ট দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, সূত্রের খবর।

Panchayat Vote Updates LIVE: গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ

কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

Panchayat Election LIVE Updates: ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত

ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত। আজ সকাল থেকে হীরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়ছে। চলছে ইটবৃষ্টি। আতঙ্কিত গ্রামবাসীরা। খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। 

Panchayat Vote Updates LIVE: বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা, দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর

বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা, দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। 'বিরোধীদের সঙ্গে রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে প্ররোচনা দিয়েছেন, হিংসার বলি সবথেকে বেশি হয়েছে তৃণমূল কর্মীরা', দাবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর

Panchayat Election LIVE Updates: ট্যুইটে তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা মহম্মদ সেলিমের

ভোট শেষ, কিন্তু লুঠ এখনও শেষ হয়নি। ট্যুইট তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা মহম্মদ সেলিমের। ট্যুইটে করে তিনি দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতেনাতে ধরেছে মানুষ। তবে, কমিশনের কাছে কোনও জবাব নেই। রাজ্য নির্বাচন কমিশন শুধুমাত্র কালীঘাটের নির্দেশ পালন করছে বলেও আক্রমণ শানিয়েছেন মহম্মদ সেলিম।

Panchayat Vote Updates LIVE: ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি

ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির। 'স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন', স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও মেলেনি, দাবি বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়ার।

Panchayat Election LIVE Updates: ভোট দিতে গিয়ে ছেলের মৃত্যু, CBI তদন্তের দাবি মায়ের

গতকাল সকালে মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন ছেলে। আজ সেই ছেলেরই মৃতদেহ আনতে মর্গে যাচ্ছেন মা। কাঁদতে কাঁদতে শুকিয়েছে চোখের জল। এবার ছেলে চিরঞ্জিত কারজির মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন মা দুলালি কারজি। অসুস্থ বাবা নীরেন কারজির দাবি, তৃণমূলের গুন্ডারাই খুন করেছে তাঁর ২৩ বছরের তরতাজা ছেলেকে। 

Panchayat Vote Updates LIVE: নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি

নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল।

Panchayat Election LIVE Updates: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তুলকালাম, এসইউসিআই প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তুলকালাম। এসইউসিআই প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। দোকান থেকে বের করে বেধড়ক মারধর। তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ।

Panchayat Vote Updates LIVE: ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া

ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ভোট দিতে না পারার অভিযোগে গাড়িতে আগুন। একের পর এক গাড়িতে আগুন-ভাঙচুর।

Panchayat Election LIVE Updates: সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি

সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে । ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর অভিযোগ মানতে নারাজ শাসক দল। 

Panchayat Vote Updates LIVE: নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি

নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল

Panchayat Election LIVE Updates: ভোটের পর আক্রান্ত একের পর এক বিরোধী নেতা-কর্মী

ভোটের পর আক্রান্ত একের পর এক বিরোধী নেতা-কর্মী। মিনাখাঁয় একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। লুঠপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মধ্যমগ্রামে ভোট পরেও হিংসা। আইএসএফ কর্মীর বাড়িতে হমলা, বাইক ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার শাসকদলের

Panchayat Vote Updates LIVE: সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা

দক্ষিণ দিনাজপুরের তপনে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব বিজেপি রাজ্য সভাপতি

Panchayat Election LIVE Updates: মুর্শিদাবাদ ও মালদায় কংগ্রেসের বিক্ষোভ

ভোট হয়ে গেলেও এখনও ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এলাকায়। এরই প্রতিবাদে মুর্শিদাবাদ ও মালদায় কংগ্রেসের বিক্ষোভ। ভোট মিলটেও বেলডাঙার বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ কংগ্রেসের। ভোট লুঠের অভিযোগে মালদার রথবাড়িতেও দলীয় সাংসদের নেতৃত্বে পথ অবরোধ কংগ্রেসের।

Panchayat Vote Updates LIVE: কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি

ভোটে মৃত্যুমিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী?  কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফের ডিআইজি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির। 'স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন', স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও মেলেনি, দাবি বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়ার 

Panchayat Election LIVE Updates: ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া

ভোটের পরদিনও উত্তপ্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ভোট দিতে না পারার অভিযোগে গাড়িতে আগুন। একের পর এক গাড়িতে আগুন-ভাঙচুর

Panchayat Vote Updates LIVE: কলকাতায় পথে নামল কংগ্রেস

গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় পথে নামল কংগ্রেস। প্রতীকী শবদেহ নিয়ে বৌবাজারে মিছিল করলেন আইএনটিটিইউসি কর্মীরা। 

Panchayat Election LIVE Updates: ব্যালট বাক্স লুঠের অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির বিক্ষোভ

ব্যালট বাক্স লুঠের অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির বিক্ষোভ। আগুন জ্বালিয়ে পথ অবরোধ।

Panchayat Vote Updates LIVE: ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ

ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। গতকাল থেকে মালদার গাজোলে স্ট্রং রুমের সামনে ধরনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। দলের প্রার্থীদের নিয়ে ধর্নায় মালদা উত্তরের বিজেপি সাংসদ

Panchayat Election LIVE Updates: ভোটপর্ব মেটার পরেও মিটছে না সন্ত্রাস

ভোটপর্ব মেটার পরেও মিটছে না সন্ত্রাস। কোচবিহারে গতকাল থেকেই ঘরছাড়া বহু বিজেপি কর্মী। গ্রাম ছেড়ে পালিয়ে এসে তাঁরা আশ্রয় নিয়েছেন কোচবিহারের জেলা পার্টি অফিসে। ভোট-সন্ত্রাসে আহত দিনহাটার এক বিজেপি কর্মীকেও এখানে নিয়ে আসা হয়েছে। সিতাই থেকে পালিয়ে জেলা পার্টি অফিসে এসে উঠেছেন বিজেপির মহিলা কর্মীরাও। রাজনীতির পাকেচক্রে স্বাভাবিক জীবন বিপর্যস্ত। ঘরে ফিরবেন কবে, আদৌ ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে কোচবিহারের বিজেপি কর্মীরা। 

Panchayat Vote Updates LIVE: ভোটের ডিউটি সেরে ফেরার সময় মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশকর্তা

ভোটের ডিউটি সেরে ফেরার সময় মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশকর্তা। ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর থেকে ফেরার পথে আক্রান্ত ডিএসপি ট্রাফিক। পাথরের আঘাতে গুরুতর আহত ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। কারা হামলা চালাল, খতিয়ে দেখছে পুলিশ

Panchayat Election LIVE Updates: ভোট মিটলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে থামছে না সন্ত্রাস

ভোট মিটলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে থামছে না সন্ত্রাস। আজ সকাল থেকে হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় দফায় দফায় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়ছে। থলে ভর্তি বোমা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষকৃতীরা। এদিক-ওদিক থেকে উড়ে আসছে আধলা ইট।আতঙ্কিত গ্রামবাসীরা। গন্ডগোলের খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। 

Panchayat Vote Updates LIVE: মালদার গাজোল ব্লকে ভোটে কারচুপি, এখনও একটি বুথের ব্যালট বাক্স মেলেনি

মালদার গাজোল ব্লকে ভোটে কারচুপি, এখনও একটি বুথের ব্যালট বাক্স মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে দলীয় প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের সামনে ধর্নায় বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। রাত ১১টা থেকে শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ। সাংসদের সঙ্গে ধর্নায় বসেছেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। 

Panchayat Election LIVE Updates: পঞ্চায়েত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব, গুলি চালানোর অভিযোগে গ্রেফতার

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব। গুলি চালানোর অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত-সহ ২ দুষকৃতীকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। অভিযোগ, গতকাল পূর্বাশা এলাকায় নির্দল প্রার্থীকে মারধর ও প্রকাশ্যে গুলি চলে। আগ্নেয়াস্ত্র হাতে দুষকৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। সূত্রের খবর, গুলি চালায় নুর হাসান। ওই দুষকৃতী ও তার সঙ্গী ধীরাজ হেলাকে খড়দার রাসখোলা ঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। টিটাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দা দুই দুষকৃতী নৌকায় চড়ে কোন্নগরে পালানোর ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তাদের পাকড়াও করে পুলিশ।

Panchayat Vote Updates LIVE: কোথায় কেন্দ্রীয় বাহিনী?

আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কিন্তু তারপরেও কী করে এত সন্ত্রাস? ভোট সন্ত্রাস যেখানে যেখানে হল, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? তাদের কি সঠিকভাবে আদৌ ব্যবহার করা হয়েছে? প্রশ্ন তুলছে বিরোধীরা।

Panchayat Election LIVE Updates: ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত-হিংসার বলি আরও এক

ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত-হিংসার বলি আরও এক। বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুরে তৃণমূল-RSP-র সংঘর্ষে গুরুতর জখম তৃণমূল কর্মীর মৃত্যু হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম আজাহার লস্কর (৫৭)। গতকাল ভোটপর্ব মিটে যাওয়ার পর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে RSP-র বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের ৭-৮ জন আহত হন। গুরুতর আহত তৃণমূল কর্মী আজাহার লস্করকে ন্যাশনাল মেডিক্যাল স্থানান্তরিত করা হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে শুধুমাত্র ভোটের দিন বাংলায় হিংসার বলি ১৬ জন। 

Panchayat Vote Updates LIVE: পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে গত ৩১ দিনে মোট ৩৫ জন প্রাণ হারালেন বাংলায়

পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে গত ৩১ দিনে মোট ৩৫ জন প্রাণ হারালেন বাংলায়। শুধু ভোটের দিনই নিহত ১৫। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পশ্চিম গাবতলা ৯০ নম্বর বুথের কাছে পুকুর থেকে উদ্ধার হল তৃণমূল কর্মী আবু সালেম খাঁ-র মৃতদেহ। মুখ থেঁতলানো। বাঁশ, লাঠি দিয়ে মেরে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। মালদার বৈষ্ণবনগরে ভোট দিয়ে ফেরার পথে খুন তৃণমূলকর্মী মতিউর রহমান।কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আহত আরও কয়েকজন তৃণমূলকর্মী। হামলার অভিযোগ অস্বীকার কংগ্রেসের। 

Panchayat Election LIVE Updates: প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিনতাই করা হল ব্য়ালট

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়, ভোটের আগের রাতেই প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিনতাই করা হল ব্য়ালট। ১০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের নিমতিতাতেও।

Panchayat Vote Updates LIVE: শুভেন্দুর '৩৫৬' দাবি

ভোটে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। কালীঘাটে গিয়ে ইট খোলার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। কালীঘাট চলো আহ্বান বিরোধী দলনেতার। ৩৫৬ ধারা জারি করে ভোট করানোর দাবি শুভেন্দু অধিকারীর। 

Panchayat Election LIVE Updates: বোমাবাজির ভোট

পঞ্চায়েত ভোট ঘিরে সেই ধরা পড়ল বোমাবাজির দাপট। কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায় বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূল, বিজেপি ও কংগ্রেস কর্মীর। উত্তর ২৪ পরগনার আমডাঙায়, বুথের মধ্যেই টেবিলে বোমা রেখে ভয় দেখানোর অভিযোগ উঠল।

প্রেক্ষাপট

কলকাতা: ভোটের (Panchayat Election) বাংলায় (West Bengal) মৃত্যুমিছিল (Death Toll)! সকাল ১০টায় ঘুম ভাঙল কমিশনারের (State Election Commissioner)! যতক্ষন না বিস্তারিত রিপোর্ট আসছে, শান্তি-অশান্তি বলা ঠিক হবে না! ভোট নিয়ে প্রতিক্রিয়া রাজীব সিনহার। ভোটের পর সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কড়া প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা রুজু করার আবেদন কংগ্রেস (Congress) নেতা কৌস্তভ বাগচীরও। 


পঞ্চায়েতের বাকি সব খবর দেখুন এ নজরে- 


কুলতলির পশ্চিম গাবতলা ৯০ নম্বর বুথের কাছে পুকুর থেকে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর দেহ। মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার হয় তৃণমূল কর্মী আবু সালেম খাঁর (৪২) মৃতদেহ। বাঁশ, লাঠি দিয়ে মেরে গুলি করে খুনের অভিযোগ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে বাঁশ, লাঠি, কার্তুজ ও বোমার সুতলি উদ্ধার হয়েছে। খুনের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম-বিজেপি। ওই বুথে ঢুকেও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। বুথের সিসিক্যামেরা রুমাল দিয়ে ঢাকা ছিল। বুথ চত্বরে বোমা, গুলি চলেছে বলে দাবি করেছে ভোটকর্মীদের একাংশ। তবে তৃণমূল কর্মীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।  


৭ জেলা। মৃত ১৭। গ্রামবাংলার ভোটে মৃত্যুর ভয়ঙ্কর পরিসংখ্যান। শুধুমাত্র মুর্শিদাবাদেই শুক্রবার রাত থেকে খুন হয়েছেন ৫ জন। কোচবিহার, মালদা থেকে উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমান থেকে দক্ষিণ ২৪ পরগনা - প্রাণহানির ঘটনা ঘটেছে সর্বত্র। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভোটারের।


কোথাও ছাপ্পা রুখতে দল বেঁধে তাড়া, কোথাও দুষ্কৃতীদের বেঁধে মারধর আবার কোথাও দুষ্কৃতীদের ধাওয়া করে বাইকে আগুন ধরাল গ্রামবাসীরা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় দেখা গেল প্রতিরোধের ছবি। রুখে দাঁড়াতে গিয়ে কোথাও কোথাও ঝরল রক্ত!


সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়। অশান্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ভোটের দিন গ্রাউন্ড জিরো থেকে এমনই বার্তা দিলেন রাজ্য়পাল। আজ সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সিভি আননদ বোস। শোনেন বিরোধীদের অভিযোগ। ভোট সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান হাসপাতালে।                                                  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.